ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৮, ৩১ ডিসেম্বর ২০২৫  
খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় পৌঁছেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। 

বুধবার (৩১ ডিসেম্বর) ভারতীয় বিমানবাহিনীর বিশেষ একটি ফ্লাইটে বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকায় পৌঁছান। 

আরো পড়ুন:

বাংলাদেশ বিমানবাহিনীর বাশার ঘাঁটিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এম ফরহাদ হোসেন।

এছাড়া, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার, ভুটানসহ আরো কয়েকটি দেশের সরকারের প্রতিনিধিরাও খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন বলে জানা গেছে। 

এদিকে, খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য এখন ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয়েছে। এখানে দেশ-বিদেশের শীর্ষ নেতা, কূটনীতিকসহ সর্বস্তুরের মানুষজন খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাবেন। 

দুপুর ২টায় জানজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে।

ঢাকা/ইভা   

সর্বশেষ

পাঠকপ্রিয়