ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এলজিইডির উপজেলা প্রকৌশলীর ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ৩১ ডিসেম্বর ২০২৫  
এলজিইডির উপজেলা প্রকৌশলীর ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল

আব্দুল খালেক

স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ফরিদপুরের নগরকান্দা উপজেলার প্রকৌশলী আব্দুল খালেকের ঘুষ নেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় বইছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ঠিকাদার বিল-সংক্রান্ত ফাইলে স্বাক্ষরের জন্য উপজেলা প্রকৌশলী আব্দুল খালেকের হাতে টাকা তুলে দিচ্ছেন।

ভিডিওতে ঠিকাদারকে বলতে শোনা যায়, “রাখেন এইটা, স্যার। আমার কাছে ৫ হাজার টাকা নাই স্যার, ৩ হাজার টাকাই আছে। এইটাই রাখেন। বিলের ফাইল সিগনেচারের সময় ৪৫ হাজার টাকা তো নিলেনই আমার কাছ থেকে।”

এ সময় উপজেলা প্রকৌশলী আব্দুল খালেককে বলতে শোনা যায়, “আমি সই করলে ইউএনও সই করবে, আমি সই না করলে ইউএনও ফাইলে সই করবে না।”

ভিডিওটি প্রকাশ্যে আসার পর স্থানীয় ঠিকাদার, সচেতন নাগরিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে সরকারি দপ্তরে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম ও দুর্নীতির নগ্ন প্রমাণ হিসেবে উল্লেখ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া ভিডিওটি নিয়ে নানা প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ।

এ বিষয়ে অভিযুক্ত উপজেলা প্রকৌশলী আব্দুল খালেকের বক্তব্য জানতে চাইলে তিনি মুঠোফোনে বলেন, “এক বদমাইশ ভিডিও করেছে। আমি তাকে চিনিও না, জানিও না। আন্দাজে কী কয়, কী হয়, যা পারে করুক। এগুলো নিয়ে আর এখন কিছু বলার নেই।”

ঘটনাটি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে, স্থানীয়রা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ঢাকা/তামিম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়