ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৩১ ডিসেম্বর ২০২৫  
বগুড়ায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বজনদের দাবি হত্যা

ফাইল ফটো

বগুড়ায় রিফাত জাহান রিংকি (১৯) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার নুনগোলা দক্ষিণপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর থেকেই গৃহবধূর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক। নিহতের স্বজনরা এই মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন।

মারা যাওয়া রিংকি শাজাহানপুর উপজেলার নন্দকুল উত্তর পাড়া গ্রামের রাশেদুল ইসলামের মেয়ে। পাঁচ বছর আগে নুনগোলা এলাকার নুরু মিয়ার ছেলে নুরুন্নবীর সঙ্গে তার বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

আরো পড়ুন:

নিহতের বোন আশা খাতুন জানান, মঙ্গলবার বিকেলে রিংকির মোবাইল থেকে তার ফোনে একটি মিসড কল আসে। এরপর তিনি রিংকির ফোনে একাধিকবার কল করেন। অপরপ্রান্তে কেউ কল রিসিভ করেননি। পরে সন্ধ্যায় রিংকির স্বামী নুরুন্নবী ফোন করে জানায়, রিংকির ওপর জ্বীনের আছর পড়েছে, আপনারা আসুন। এরপর তিনিসহ পরিবারের অন্য সদস্যরা রিংকির শ্বশুরবাড়িতে যান। সেখানে গিয়ে তারা রিংকির লাশ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

তিনি বলেন, “আমার বোনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তারা আলামত নষ্ট করতে বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে। আমরা সুষ্ঠু বিচার চাই। তাদের উপযুক্ত শাস্তি চাই।”

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, “আমরা লাশ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। প্রাথমিক সুরতহালে আত্মহত্যার কোনো সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত হচ্ছে। প্রতিবেদন পেলে প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।” 

বাড়ির সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে গেছে নিহতের স্বজনদের এমন দাবির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে তিনি জানেন না। একটি ইউডি মামলা হয়েছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি।

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়