ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানের স্পিকার ঢাকায়, অংশ নিচ্ছেন খালেদা জিয়ার জানাজায়

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ৩১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:৩৭, ৩১ ডিসেম্বর ২০২৫
পাকিস্তানের স্পিকার ঢাকায়, অংশ নিচ্ছেন খালেদা জিয়ার জানাজায়

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আইয়াজ সাদিক সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় পৌঁছেছেন।

বাসস লিখেছে, বুধবার (৩১ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (এইচএসআইএ) তাকে স্বাগত জানান বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আরো পড়ুন:

ঢাকায় পাকিস্তান হাইকমিশনের প্রেস কাউন্সেলর ফাসিহ উল্লাহ খান এসব তথ্য জানিয়েছেন।

এইচএসআইএর মুখপাত্র ফ্লাইট লেফটেন্যান্ট মাসুদ জানান, আইয়াজ সাদিককে বহনকারী বিমানটি বেলা ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি চলছে। এতে বিভিন্ন দেশের প্রতিনিধি, রাজনৈতিক নেতা অংশ নিচ্ছেন।

ঢাকা/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়