ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ, ব্যবসায়ী কারাগারে

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৬, ৩১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:০৮, ৩১ ডিসেম্বর ২০২৫
গোপালগঞ্জে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ, ব্যবসায়ী কারাগারে

দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী কাজী ইমরান।

গোপালগঞ্জের মুকসুদপুরে মরা গরুর মাংস বিক্রির অভিযোগে কাজী ইমরান (৪৩) নামে এক মাংস ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা সদর বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত এ সাজা প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত মাংস ব্যবসায়ী কাজী ইমরান মুকসুদপুর উপজেলার আদমপুর গ্রামের আঃ রাজ্জাক কাজীর ছেলে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাছনাত জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে কাজী ইমরান তার দোকানে মরা গরুর মাংস বিক্রি করছিলেন, তার সত্যতা পাওয়া যায়।

পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়। জব্দকৃত পচা মাংস মাটির নিচে পুঁতে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, সাজাপ্রাপ্তকে আজ বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।

ঢাকা/বাদল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়