জিয়া উদ্যানে খালেদা জিয়ার মরদেহ
জানাজা শেষে খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে জিয়া উদ্যানে
বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা শেষে মরদেহ নেওয়া হয়েছে জিয়া উদ্যানে। এখানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ৩টা ৫ মিনিটে জাতীয় সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে ও আশপাশের সব রাস্তা জুড়ে সমবেত হন দেশের দূর-দূরান্ত থেকে আসা বিএনপি নেতা, কর্মী, সমর্থকসহ বিপুল সংখ্যক মানুষ।
খালেদা জিয়ার জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। তাঁর জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্য, প্রধান বিচারপতি, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
তার জানাজায় অংশ নিতে এসেছেন ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী। জানাজাস্থলে ছিলেন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ইরান, কাতারসহ ৩২ দেশের রাষ্ট্রদূত। হাজির ছিলেন তিন বাহিনীর প্রধান।
জানাজার আগে তারেক রহমান বলেন, “আমি মহরুমা খালেদা জিয়ার বড় সন্তান। এখানে উপস্থিত যারা আছেন আপনাদের কারো কাছ থেকে আমার মা ঋণ নিয়ে থাকলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি পরিশোধের ব্যবস্থা করবো। তাঁর জীবদ্দশায় কোনো কথা বা ব্যবহারে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।”
ঢাকা/আলী/ইভা