ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গোপালগঞ্জে দেশীয় ওয়ান শুটারগানসহ এক ব্যক্তি গ্রেপ্তার

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ৩১ ডিসেম্বর ২০২৫  
গোপালগঞ্জে দেশীয় ওয়ান শুটারগানসহ এক ব্যক্তি গ্রেপ্তার

গোপালগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে একটি দেশীয় ওয়ান শুটারগানসহ শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সদর উপজেলার মেরী গোপীনাথপুর শরীফপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন:

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে পুলিশ এ তথ্য নিশ্চিত করে।

গ্রেপ্তারকৃত শরীফ তৌহিদুল হক সদর উপজেলার মেরী গোপীনাথপুর শরীফপাড়া গ্রামের মৃত শরীফ আঃ হকের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপালগঞ্জ সদর থানার আওতাধীন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় মেরী গোপিনাথপুর শরীফপাড়া এলাকা থেকে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ তৌহিদুল হককে গ্রেপ্তার করা হয়। অস্ত্রসহ গ্রেপ্তারের পর আসামিকে গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

ঢাকা/বাদল সাহা/জান্নাত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়