ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জার্মানির ব্যাংকে সিনেমা স্টাইলে ডাকাতি, ৩০ মিলিয়ন ইউরো লুট

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১০, ৩১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:১৫, ৩১ ডিসেম্বর ২০২৫
জার্মানির ব্যাংকে সিনেমা স্টাইলে ডাকাতি, ৩০ মিলিয়ন ইউরো লুট

জার্মানির পশ্চিমাঞ্চলে একটি বাণিজ্যিক ব্যাংকের শাখার ভল্ট ভেঙে আনুমানিক ৩০ মিলিয়ন ইউরো (প্রায় ৩৫ মিলিয়ন ডলার) মূল্যের নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করেছে চোরেরা। পুলিশ জানিয়েছে, চোরেরা একটি বড় ড্রিল মেশিন ব্যবহার করে এই কাণ্ড ঘটিয়েছে। খবর বিবিসির।

পুলিশের একজন মুখপাত্র এই চুরির ঘটনাটিকে ব্যাংক ডাকাতি নিয়ে হলিউডের বিখ্যাত সিনেমা ‘ওশেন’স ইলেভেন’-এর সঙ্গে তুলনা করেছেন। বার্তা সংস্থা এএফটিতে তিনি বলেন, “এটি খুবই পেশাদারিত্বের সঙ্গে করা হয়েছে।”

আরো পড়ুন:

জেলসেনকির্খেন শহরের স্পার্কাসে সেভিংস ব্যাংকে চোরেরা তিন হাজারেরও বেশি নিরাপদ ব্যক্তিগত লকার ভেঙেছে, যেগুলোতে নগদ টাকা, সোনা এবং গয়না ছিল।

চোরেরা বড়দিনের ছুটির শান্ত পরিবেশকে কাজে লাগিয়ে এই ডাকাতি চালায়। গত শনিবার রাত থেকে সোমবার ভোরের মধ্যে এই ঘটনা ঘটে।

জেলসেনকির্খেন পুলিশ জানিয়েছে, সোমবার ভোরে ব্যাংকে ফায়ার অ্যালার্ম বেজে উঠলে পুলিশ ও ফায়ার ব্রিগেড তল্লাশি চালিয়ে ব্যাংকের ভূগর্ভস্থ ভল্ট রুমের দেয়ালে একটি বড় গর্ত দেখতে পায়।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, চোরেরা ব্যাংকের পাশের একটি পার্কিং গ্যারেজের দেয়াল ড্রিল মেশিন দিয়ে গর্ত করে ভেতরে প্রবেশ করেছিল এবং সেই পথেই পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা শনিবার গভীর রাতে গ্যারেজের সিঁড়িতে কয়েকজন লোককে বড় বড় ব্যাগ বহন করতে দেখেছেন। সিসিটিভি ফুটেজে সোমবার ভোরে একটি কালো রঙের অডি আরএস-সিক্স গাড়ি গ্যারেজ থেকে বের হতে দেখা গেছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। গতকাল মঙ্গলবার ব্যাংকের সামনে অনেক গ্রাহক ভিড় করেন এবং তথ্যের দাবি জানান। এক বৃদ্ধ গ্রাহক রয়টার্সকে বলেন, “আমি গতরাতে ঘুমাতে পারিনি। আমাদের কোনো তথ্য দেওয়া হচ্ছে না। ওখানে আমার শেষ বয়সের সব সঞ্চয় ছিল।”

স্পার্কাসে ব্যাংকের শাখাটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং গ্রাহকদের জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, প্রায় ৯৫ শতাংশ নিরাপদ ব্যক্তিগত লকার ভেঙে ফেলা হয়েছে, তাই গ্রাহকদের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা খুবই বেশি।

ব্যাংক প্রতিটি লকারের জন্য সর্বোচ্চ ১০ হাজার ৩০০ ইউরো পর্যন্ত বিমা সুবিধা দেওয়ার কথা জানিয়েছে। এর চেয়ে বেশি মূল্যের সামগ্রীর জন্য গ্রাহকদের নিজস্ব হোম ইন্স্যুরেন্স আছে কি না তা পরীক্ষা করতে বলা হয়েছে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়