শ্বশুর বাড়ির উঠানে পড়েছিল যুবকের মরদেহ
কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
কুষ্টিয়ার মিরপুরে শ্বশুর বাড়ির উঠান থেকে রানা আহম্মেদ (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার মালিহাদ ইউনিয়নের জোয়াদ্দার পাড়া গ্রামের আসান আলীর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়।
মারা যাওয়া রানা চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আব্দুল্লাহ মালিথার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে শ্বশুর বাড়িতে থাকতেন। রানা পেশায় রাজমিস্ত্রি ছিলেন।
মিরপুর থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ জানান, মঙ্গলবার রাতে স্থানীয়রা রানার মরদেহ শ্বশুর বাড়ির উঠানে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। নিহতের বাম চোখে রক্তের চিহ্ন রয়েছে। আজ বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
ঢাকা/কাঞ্চন/মাসুদ