ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

লাইফ সাপোর্ট কী?

দেহঘড়ি ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৩, ৩১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:১৩, ৩১ ডিসেম্বর ২০২৫
লাইফ সাপোর্ট কী?

ছবি: প্রতীকী

লাইফ সাপোর্ট হলো একটি চিকিৎসা ব্যবস্থা। যার মাধ্যমে রোগীর শরীরের যে অংশ বা অঙ্গ নিজে কাজ করতে পারে না, সেটি অস্থায়ীভাবে বা নির্দিষ্ট সময়ের জন্য সাহায্য বা প্রতিস্থাপন করা হয়। যাতে রোগী জীবিত থাকতে পারেন এবং চিকিৎসা গ্রহণের মাধ্যমে সুস্থ হতে পারেন।

লাইফ সাপোর্ট কেন ব্যবহার করা হয়?
যখন কোনো গুরুত্বপূর্ণ শারীরিক অঙ্গ (যেমন: ফুসফুস, হৃদয়, কিডনি) ঠিকভাবে কাজ করতে পারে না — তখন সেই অঙ্গের কাজ ভাল থাকা পর্যন্ত বা সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সেই ফাংশনগুলোকে মেশিন বা চিকিৎসা দ্বারা সহায়তা করা হয়। 

আরো পড়ুন:

লাইফ সাপোর্ট কীভাবে কাজ করে?
লাইফ সাপোর্ট বিভিন্ন প্রযুক্তি বা চিকিৎসা পদ্ধতির মাধ্যমে কাজ করে, যেমন—

ভেন্টিলেটর (শ্বাসযন্ত্রের সহায়তা): শ্বাসপ্রশ্বাস ঠিকমতো না হলে মেশিন দ্বারা অক্সিজেন সরবরাহ করা হয়।

ডায়ালাইসিস: যখন কিডনি নিজে কাজ করতে পারে না, মেশিনের মাধ্যমে রক্ত পরিষ্কার করা হয়।

কার্ডিওপালমোনারি রিসাসিটেশন: হৃপিণ্ড বা শ্বাস বন্ধ হলে জরুরি অবস্থায় জীবন রক্ষার জন্য ব্যবহার করা হয়।

টিউব ফিডিং/ পুষ্টি সহায়তা: খাদ্য বা জল নালির মাধ্যমে সরাসরি পেট বা রক্তে সরবরাহ করা।

ওষুধ বা অন্যান্য চিকিৎসা: রক্তচাপ বা শরীরের অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ সমর্থন করার জন্য ব্যবহৃত হতে পারে। 

লাইফ সাপোর্ট অবশ্যই স্থায়ী কোনো চিকিৎসা পদ্ধতি নয় — অনেক সময় এটি তাত্ক্ষণিক বা অস্থায়ী সহায়তা দিতে পারে।  যাতে রোগীর শরীর নিজে আবার কাজ শুরু করতে পারে। তবে কিছু ক্ষেত্রে, যদি কোনো অঙ্গ পুরোপুরি ঠিক না হয়, সেই অবস্থায় লাইফ সাপোর্ট দীর্ঘমেয়াদেও প্রয়োজন হতে পারে। 

লাইফ সাপোর্ট চলাকালে রোগীর মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে গেলে তাকে ক্লিনিক্যাল ডেথ বলা হয়। এই অবস্থায় লাইফ সাপোর্ট চালিয়ে যাওয়া বা বন্ধ করার সিদ্ধান্ত খুবই ব্যক্তিগত ও চিকিৎসাগত পরিস্থিতির ওপর নির্ভর করে। ডাক্তার, রোগী ও পরিবারের সাথে আলোচনা করে লাইফ সাপোর্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র: ওয়াশিংটন হেলথ

ঢাকা/লিপি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়