ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কনকনে শীতে জবুথুবু পটুয়াখালীর জনজীবন 

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৫, ৩১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:০২, ৩১ ডিসেম্বর ২০২৫
কনকনে শীতে জবুথুবু পটুয়াখালীর জনজীবন 

হিলি বন্দরের শুল্ক স্টেশন

কুয়াশা কিছুটা কমলেও তীব্র শীত জেঁকে বসেছে দেশের দক্ষিণের জেলা পটুয়াখালীতে। বইছে উত্তরের হিমেল হাওয়া। কনকনে শীতে কাঁপছে জনজীবন। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন ছিন্নমূল ও নিম্নআয়ের খেটে খাওয়া মানুষ।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপামাত্রা কলাপাড়ায় ৯.০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। মঙ্গলবার একই সময় কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস। অথাৎ, একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে সাড়ে ৪ ডিগ্রি। গত বছর ২৮ জানুয়ারি পটুয়াখালীতে ৮.৭ ডিগ্রি সেলসিয়া তাপমাত্রা রেকর্ড করা হয়। 

আরো পড়ুন:

এদিকে, শীত থেকে বাঁচতে খড়কুটোতে আগুন জ্বালিয়ে তাপ পোহাতে দেখা গেছে অনেককে। 

কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার রিকশাচালক উজ্জল হোসেন বলেন, “আজ কুয়াশা তেমন নেই। তবে বাতাস বইছে। শীত অনেকটা বেশি অনুভুত হচ্ছে। যে কারণে সকাল থেকে রিকশা চালানো বন্ধ রেখেছি। রিকশা টান দিলেই শীততে একেবারে যবুথবু অবস্থা হয়ে যায়।” 

লঞ্চঘাট এলাকার শ্রমিক বাইজিদ হোসেন বলেন, “আজ প্রচণ্ড ঠান্ডা বাতাস বইছে, অনেক বেশি শীত অনুভূত হচ্ছে। সকালে জাহাজে মাল ওঠা-নামার কাজ শুরু করেও আবার বন্ধ করে দিয়েছি। যদি রোদ ওঠে তাহলে আবার কাজ শুরু করব।”

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব সুখী বলেন, “আজ কলাপাড়ায় জেলার বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। কুয়াশা কিছুটা কমেছে। আবহাওয়ার এই অবস্থা আগামী এক সপ্তাহ থাকতে পারে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়