ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ত্র কিনতে গিয়ে খাগড়াছড়িতে আটক ১

খাগড়াছড়ি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৯, ৩১ ডিসেম্বর ২০২৫  
অস্ত্র কিনতে গিয়ে খাগড়াছড়িতে আটক ১

অস্ত্র কিনতে গিয়ে আটক মো. আইয়ুব।

অস্ত্র কিনতে গিয়ে খাগড়াছড়িতে যৌথবাহিনীর হাতে আটক হয়েছেন মো. আইয়ুব (৪৬) নামে এক ব্যাক্তি। 

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত পোনে ৮টার দিকে জেলা সদরের কৃষি গবেষণা কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আইয়ুব চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার মৃত ইছহাকের ছেলে।

পুলিশ জানায়, অস্ত্র কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি সদর জোনের ৩০ বীর-এর টহল দলসহ যৌথবাহিনী কৃষি গবেষণা এলাকায় অভিযান পরিচালনা করে আইয়ুবকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড গুলি এবং নগদ চার হাজার টাকা উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু বিষয়টি নিশ্চিত করে বলেন, “আটক আইয়ুবের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার তাকে আদালতে তোলা হবে।”

ঢাকা/রূপায়ন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়