মনোনয়নপত্র বাছাই শেষ হচ্ছে আজ, কাল থেকে ইসিতে আপিল
ফাইল ফটো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নির কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হচ্ছে আজ রবিবার (৪ জানুয়ারি)। বাছাই শেষে সারা দেশে কতগুলো মনোনয়নপত্র বৈধ এবং কতগুলো বাতিল হয়েছে সে বিষয়ে সার্বিক চিত্র প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)।
তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তে অসন্তুষ্ট প্রার্থীরা আগামী ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।
আপিলের শুনানি ও নিষ্পত্তি হবে ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। এ জন্য নির্বাচন কমিশন সচিবালয়ে বিশেষ এজলাস ও বুথ স্থাপন করা হবে। সেখানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও অন্যান্য কমিশনাররা বসে আপিল শুনানি শেষে সিদ্ধান্ত দেবেন।
নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্যে জানা গেছে, ঢাকা মহানগরের ২০টি সংসদীয় আসনে এখন পর্যন্ত ২৩৮ জন প্রার্থীর মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৮১ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে এবং একজনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে। একজন ইতোমধ্যে প্রার্থিতা প্রত্যাহার করেছেন। ঢাকা-১ থেকে ঢাকা-১৫ আসনের মধ্যে অন্তত ৬২ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, “আপিল প্রক্রিয়ায় কোনো প্রার্থীর প্রতি অবিচার হলে তা সংশোধনের সুযোগ রয়েছে। রিটার্নিং কর্মকর্তারা যে কারণ দেখিয়ে মনোনয়ন বাতিল করেছেন, আপিল শুনানিতে সেগুলোর যৌক্তিকতা খতিয়ে দেখা হবে। বাতিলের কারণ আইনসম্মত না হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন আইন অনুযায়ী বৈধ ঘোষণা করা হবে।”
ঢাকা/এএএম/মাসুদ