ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

যে কারণে পরিচালক সমিতি থেকে বিতাড়িত অনন্য মামুন

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২২, ৮ জানুয়ারি ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
যে কারণে পরিচালক সমিতি থেকে বিতাড়িত অনন্য মামুন

অনন্য মামুন

রাহাত সাইফুল : নির্মাতা অনন্য মামুনকে সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি থেকে বিতারিত করা হয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ তিনি নকল শিক্ষা সনদ ব্যবহার করেছেন এবং নিয়মনীতি না মেনে যৌথ প্রযোজনার চলচ্চিত্রে কাজ করেছেন। এ যাবৎ এ নির্মাতার দুটি সিনেমা মুক্তি পেয়েছে। এছাড়া আরও দুটি সিনেমার কাজ করছেন এ নির্মাতা। তিনি নতুন আরেকটি সিনেমার কাজ শুরু করবেন বলেও জানা গেছে। কেন তাকে পরিচালক সমিতি থেকে বাদ দেওয়া হল? অনন্য মামুন নির্মিত সিনেমাগুলো তাহলে কার নামে মুক্তি পাবে? এসব প্রশ্নের উত্তর খুঁজতে রাইজিংবিডি বিনোদন বিভাগ নামেন অনুসন্ধানে।

পরিচালক সমিতি থেকে মামুনের বাদ পড়া প্রসঙ্গে চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার রাইজিংবিডিকে জানান, ‘তিনি জাল সার্টিফিকেট ব্যবহার করে পরিচালক সমিতিতে ঢুকেছিলেন। এটা প্রমাণ হওয়ায় তাকে পরিচালক সমিতি থেকে বাদ দেয়া হয়। এ ছাড়া তিনি নিয়ম নীতি অমান্য করে ভারতের সিনেমা নির্মাণ করেছেন। এজন্য তাকে সর্তকও করা হয়েছে। কিন্তু সেটা তিনি মানেননি। উল্টো আমাদের পরিচালক সমিতির নামে নানা অপপ্রচার করেছেন। তিনি পরিচালক সমিতির গঠনতন্ত্র লংঘন করেছেন। এজন্য তাকে বাদ দেওয়া হয়েছে। তবে শুনেছি তাকে বাদ দেওয়ার কারণে পরিচালক সমিতির বিরুদ্ধে মামলাও করেছেন তিনি।’  

গুলজার আরও বলেন, ‘অনন্য মামুন পরিচালিত কোনো সিনেমা সেন্সর হবে না। এখন যেসব সিনেমার কাজ করছে এগুলো অন্য কারো নামে যেতে পারে।’

 

তবে গুলজার বলেন, ‘অনন্য মামুনের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিবো। ও যে সিনেমার কাজ করবে সে সিনেমায় আমাদের চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট কোনো শিল্পী কলাকুশলী কাজ করবেনা।’

এ ব্যাপারে অনন্য মামুন রাইজিংবিডিকে বলেন, ‘আমরা একটি পরিবারের মতো। আমাদের একটি ঝামেলা হয়েছে, এটার যে সমাধান হবে না এমন নয়। আর এ বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।’


অনন্য মামুন চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন কাহিনীকার আবদুল্লাহ জহির বাবুর সহকারী হিসেবে। এরপরে হঠাৎ করেই অনন্ত জলিল প্রযোজিত মোস্ট ওয়েলকাম সিনেমার পরিচালক হিসেবে কাজ শুরু করেন। সেসময় তার বিরুদ্ধে নানা অভিযোগও উঠে। তবে সব অভিযোগের অবসান ঘটিয়ে মুক্তি পায় অনন্য মামুন পরিচালিত মোস্ট ওয়েলকাম সিনেমাটি।

এর পরে ভারতের অশোক পাতি ও অনন্য মামুন পরিচালিত আমি শুধু চেয়েছি তোমায় সিনেমাটি ভারত ও বাংলাদেশে যৌথভাবে মুক্তি দেওয়া হয়। এ নিয়ে ওঠে সমালোচনার ঝড়। বাংলাদেশ পরিচালক সমিতি থেকে অভিযোগ করা হয় সঠিক নিয়ম নীতি না মেনে সিনেমাটি নির্মাণ করা হয়েছে।

এরপরে তিনি শুরু করেন রোমান্স নামের একটি সিনেমার নির্মাণ কাজ। এতে নায়ক ভূমিকায় থাকে দূর্জয় এবং নায়িকার ভূমিকায় থাকেন জেনিফা। সিনেমাটির শুটিং মালয়েশিয়ায় করা হয়। এ সিনেমাটির ৪০ শতাংশ কাজ হওয়ার পর সেটি বন্ধ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক চলচ্চিত্র নির্মাতা রাইজিংবিডিকে জানান, ‘ব্ল্যাকমেইল সিনেমার কাজের জন্য অনন্য মামুন প্রযোজককে বলেছিলেন মাত্র ৭০ লাখ টাকায় কাজ শেষ করবেন। কিন্তু এরই মধ্যে তিনি প্রায় ১ কোটি ২০ লাখ টাকা খরচ করে ফেলেছেন। কিন্তু সিনেমার কাজ এখনও অনেক বাকি রয়ে গেছে।’

অনন্য মামুনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ তুলে এ নির্মাতা বলেন, ‘নেপালে শুটিং করতে সরকারের কাছ থেকে অনুমুতি নিতে হয়। মামুন অনুমতিও নিয়েছেন। অনুমতি নিতে তিনি ব্লাকমেইল সিনেমার প্রযোজককে খরচ দেখিয়েছেন ১ লাখ রুপি। আসলে খরচ হয়েছে ১৫ হাজার রুপি।’

তিনি আরও জানান, ‘ব্ল্যাকমেইল সিনেমাটি অনন্য মামুনের হলেও নির্মাতা হিসেবে তার নাম যাবে না। এ সিনেমায় নির্মাতা হিসেবে নাম যাবে সাইদুর রহমান মানিকের। বাংলাদেশে এখন আর অনন্য মামুনের নামে কোনো সিনেমা মুক্তি পাবেনা।’




রাইজিংবিডি/ঢাকা/৮ জানুয়ারি২০১৫/ রাহাত/মারুফ/ফিরোজ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়