ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

শুভাগত-তাইবুরের সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:০৩, ৪ নভেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
শুভাগত-তাইবুরের সেঞ্চুরি

ওয়ালটন জাতীয় ক্রিকেট লিগের চতুর্থ রাউন্ডে কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠে মুখোমুখি হয়েছে রাজশাহী বিভাগ ও ঢাকা বিভাগ। প্রথম ইনিংসে রাজশাহীর বিভাগ প্রথম দিনেই ২৩০ রান করে অলআউট হয়।

জবাবে ঢাকা বিভাগ তাদের প্রথম ইনিংসেই বড় সংগ্রহ দাঁড় করাচ্ছে। আর সেটা সম্ভব হয়েছে শুভাগত হোম চৌধুরী ও তাইবুর রহমানের জোড়া সেঞ্চুরিতে। ঢাকা বিভাগ গতকাল রোববার ৪ উইকেট হারিয়ে ২৮৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছিল। তাইবুর ৯৩ ও শুভাগত ৯২ রান নিয়ে অপরাজিত ছিলেন। আজ সোমবার তৃতীয় দিনের সকালে দুজনেই পেয়েছেন সেঞ্চুরির দেখা। অবশ্য তারা ইনিংসকে বেশি লম্বা করতে পারেননি।

তাইবুর ১০২ রানে ও শুভাগত ১০৪ রানে আউট হয়েছেন। দুজনকেই ফিরিয়েছেন রাজশাহীর অভিজ্ঞ পেসার ফরহাদ রেজা। প্রথম শ্রেণির ক্রিকেটে এটা তাইবুরের ষষ্ঠ সেঞ্চুরি। অন্যদিকে শুভাগতর একাদশতম সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে তাইবুরের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ২৪২। আর শুভাগত হোমের সর্বোচ্চ সংগ্রহ অপরাজিত ১৬৬।

 

ঢাকা/আমিনুল

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়