ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

‘রোহিঙ্গাদের ভালো রাখার চেষ্টা করছি’

হাসিবুল ইসলাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২২, ৯ মে ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রোহিঙ্গাদের ভালো রাখার চেষ্টা করছি’

নিজস্ব প্রতিবেদক : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘রোহিঙ্গাদের বসবাস, খাদ্য সরবরাহ এটা বিশাল চাপ, তারপরেও যতটুকু সম্ভব তাদের ভালো রাখার চেষ্টা করছি।’

বৃহস্পতিবার রাজধানীর গুলশানের হোটেল লেকশোরে 'মিয়ানমার নাগরিকদের জোরপূর্বক বাংলাদেশে স্থানান্তরিত করণ' শীর্ষক দিনব্যাপী ওয়ার্কশপের উদ্বোধনী সেশনে তিনি এ কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা বাচ্চাদের খাবার নিয়ে রিপোর্টে ল্যাকিংসের কথা বলা হয়েছে। এটা কোনোমতেই গ্রহণযোগ্য নয়। তারপরও আমরা দেখব। আমাদের ত্রাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগকে নোট দেব।’

তিনি বলেন, ‘রোহিঙ্গাদের বিষয়টি মানবিক, তাদের জীবন ধারণের সহযোগিতার পাশাপাশি নিজ ভূমিতে নিরাপদে ফেরত দিতে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা করে যাচ্ছি। এ নিয়ে প্রতিবেশী দেশগুলোসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গেও আলোচনা হয়েছে। বাংলাদেশ সরকারের নীতি অনুযায়ী, প্রতিবেশীদের আমরা আলোচনার পথ বেছে নিই, বিবাদ পছন্দ করি না।’

অনুষ্ঠানের শুরুতে ইন্টারন্যাশনাল ফুড পলিসি রিসার্চ ইনস্টিটিউট (আইএফপিআরআই) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজ (বিআইডিএস) এর যৌথ উদ্যোগে একটি গবেষণা রিপোর্ট প্রকাশ করা হয়। এতে  দেখা গেছে, ২০১৭ সালের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে ৬ লাখ ৭১ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের থাকা ও পর্যাপ্ত খাবার দেওয়া হচ্ছে। তবে শিশুদের খাদ্য সরবরাহ বাড়ানো দরকার বলে মনে করা হয়।

দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইডিএস এর মহাপরিচালক ড. কেএএস মুরশিদ,  ইউএনডব্লিউএফপির কান্ট্রি রিপ্রেজেনটেটিভ রিচার্ড রাগান,  গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গবেষক টিমের সদস্য ড. পাল দরশ, ড. বিনায়ক সেন ও ড. মুহাম্মদ ইউনুস প্রমুখ।



রাইজিংবিডি/ ঢাকা/৯ মে ২০১৯/হাসিবুল/ইভা 

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়