ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সানি নন তিনি সনি

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:০৯, ১৪ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সানি নন তিনি সনি

সনি কারিশতা

বিনোদন ডেস্ক : সনি কারিশতা। ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত তিনি। খুব বেশি দিন হয়নি চলচ্চিত্রাঙ্গনে পা রেখেছেন। তেলেগু ভাষার চলচ্চিত্রে বেশি অভিনয় করেন এই অভিনেত্রী।

অভিনয় আর লাস্যময়ী শরীরী উপস্থাপনার জন্য বিশেষভাবে পরিচিত সনি। তেলেগু ইন্ডাস্ট্রির পাশাপাশি তিনি এখন পা রাখতে যাচ্ছেন তামিল ভাষার সিনেমাতেও। বর্তমানে দক্ষিণী সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সনি কারিশতাকে নিয়ে সাজানো হয়েছে এই ফটো ফিচার।
 

নেপালে জন্মগ্রহণ করেন সনি কারিশতা

 

বর্তমানে ভারতের হায়দরাবাদে বসবাস করছেন সনি  

 

২০১০ সালে তেলেগু ভাষার যুগালাগীথাম সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটে সনি কারিশতার

 

২০১৩ সালে মুক্তি পায় সনি অভিনীত মি. রাজেশ ও প্রেমা ওকা মাইকাম শিরোনামের দুটি সিনেমা

 

রাইজিংবিডি/ঢাকা/১৪ জানুয়ারি ২০১৭/শান্ত/মারুফ/এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়