গোধূলী বেলায় আকাশে রঙ তুলির খেলা
রফিক সরকার, গাজীপুর || রাইজিংবিডি.কম

গোধূলী বেলায় পশ্চিম আকাশটা সেজেছে যেন নতুন সাজে। ছবি: রফিক সরকার
সূর্য যখন পশ্চিম আকাশে হেলে পড়ে তখন শ্রমজীবী মানুষ ঘরে ফিরতে শুরু করেন। শ্রমজীবী মানুষগুলো ঘরে ফিরলেও ঘাটে বাঁধা থাকে সারা দিন ছুটে চলা নৌকাগুলো। নদীটাও যেন কেমন শান্ত হয়ে যায়। গোধূলী বেলায় আকাশে যেন রঙ তুলির খেলা চলে। এমনই কিছু ছবি নিয়ে সাজানো হয়েছে এবারের ফটোফিচার।
সন্ধ্যায় শ্রমজীবী মানুষ ঘরে ফিরলেও ঘাটে বাঁধা থাকে সারা দিন ছুটে চলা নৌকাগুলো
আকাশে সাদা মেঘের ভেলা। আর সূর্যটা যেন লুকোচুরি খেলছে
আকাশের সব রঙ যেন মিশে গেছে নদীর পানিতে
গোধূলী বেলায় আকাশের রঙ ক্ষণে ক্ষণে পাল্টায়। আর সেই অপরূপ দৃশ্য উপভোগ করছেন দর্শনার্থীরা
সূর্য অস্ত যাচ্ছে। সেই সঙ্গে একলা মাঝি ফিরছেন ঘরে
ঢাকা/ইভা
আরো পড়ুন