ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে তারকাদের ছবি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ৩১ আগস্ট ২০২২   আপডেট: ২১:৪০, ৩১ আগস্ট ২০২২
ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডে তারকাদের ছবি

বলিউডের অন্যতম সম্মানজনক অ্যাওয়ার্ড ফিল্মফেয়ার। মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে মঙ্গলবার (৩০ আগস্ট) রাতে অনুষ্ঠিত হয়েছে এই অ্যাওয়ার্ডের ৬৭তম আসর।

জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। এবারের আসরে ‘এইটি থ্রি’, ‘মিমি’, ‘শেরশাহ’ ও ‘সর্দার উধাম’ সিনেমার জয়জয়কার ছিল। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন রণবীর সিং। ‘এইটি থ্রি’ সিনেমায় কপিল দেবের চরিত্রে অভিনয় করে এই পুরস্কার জিতেছেন তিনি। ‘মিমি’ সিনেমায় এক সারোগেট মায়ের চরিত্রে অভিনয় করে সেরা অভিনেত্রীর পুরস্কার ঝুলিতে ভরেছেন অভিনেত্রী কৃতি স্যানন। সেরা সিনেমা নির্বাচিত হয়েছে ‘শেরশাহ’।

আরো পড়ুন:

ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের ছবি নিয়ে এই ফটো ফিচার

বলিউডের নামি তারকাদের উপস্থিতিতে অনুষ্ঠানের সঞ্চালনা করেছেন অর্জুন কাপুর ও রণবীর সিং

সেরা অভিনেত্রীর পুরস্কার হাতে কৃতি স্যানন

সেরা অভিনেতার পুরস্কার হাতে রণবীর সিং 

সেরা অভিনেতার পুরস্কার জেতার খুশিতে মঞ্চে স্ত্রী দীপিকাকে রণবীরের চুমু

পুরস্কার জেতায় ভিকিকে ক্যাটরিনা কাইফের চুমু

ফিল্মফেয়ার অনুষ্ঠানে একফ্রেমে অনুপম খের, মালাইকা আরোরা ও দিয়া মির্জা

অ্যাওয়ার্ড অনুষ্ঠানের লাল গালিচায় অভিনেত্রী শেহনাজ গিল  

 

 

/মারুফ/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়