ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৭ মাসে ২ সন্তান প্রসব: কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৪, ১৪ জুলাই ২০২৩   আপডেট: ১০:৩৫, ১৪ জুলাই ২০২৩
৭ মাসে ২ সন্তান প্রসব: কটাক্ষের জবাব দিলেন অভিনেত্রী

গত বছরের ৩ এপ্রিল কন্যা সন্তানের মা হন ভারতীয় সিনেমার অভিনেত্রী দেবিনা ব্যানার্জি। প্রথম সন্তানের বয়স সাড়ে ৪ মাস পূর্ণ হওয়ার আগেই দ্বিতীয় সন্তান আগমনের খবর দিয়ে দারুণ কটাক্ষের শিকার হয়েছিলেন ভারতীয় টিভি সিরিয়ালের জনপ্রিয় এই অভিনেত্রী।

সব বাধা-বিপত্তি কাটিয়ে গত বছরের ১১ নভেম্বর দ্বিতীয় সন্তানের মুখ দেখেন দেবিনা। প্রি-ম্যাচিওর কন্যা সন্তানের জন্ম হওয়ায় সংগ্রামটা কম করতে হয়নি তাকে। এত কম সময়ে দু-বার মা হওয়া নিয়েও কম কটাক্ষ শুনতে হয়নি তাকে। আর বর্তমানে প্রসব পরবর্তী শারীরিক গঠন নিয়ে বিদ্রুপের শিকার হচ্ছেন ছোট পর্দার মা ‘সীতা’। তাকে ‘বাচ্চা হাতি’, ‘জলহস্তী’ এমন নানা কটূক্তি করা হয়ে থাকে সোশ্যাল মিডিয়ায়।

 

এবার এই ট্রলিং নিয়ে মুখ খুললেন অভিনেতা গুরমিত চৌধুরীর ঘরণী দেবিনা। নিন্দুকদের উদ্দেশে কড়া বার্তা দিলেন তিনি। দেবিনা বলেন, ‘এই যে আপনারা আমাকে বাচ্চা হাতি, ছোট হাতি— এসব বলেন, কেন জানি না এগুলো আমার কানে এখন সংগীতের মতো বাজে। আমি যখন সেটা শুনি, মনে মনে ভাবি পরিশ্রম করা থামানো যাবে না। সমাজ যখন আপনাকে কটাক্ষ করবে, সেটা ইতিবাচকভাবে নিতে হবে এবং নিজের সেরা রূপটা সামনে আনতে হবে।’

 

মা হওয়ার কারণে শারীরিক ওজন বৃদ্ধি পেয়েছে দেবিনার। পেটে মেদ জমেছে। তা জানিয়ে দুই মেয়ের মা দেবিনা বলেন, ‘পেটের নিচের অংশের মেদ কমানোটা সবচেয়ে কঠিন। তবে আমি সেটাও করব। গালি আসতে থাকুক, তাহলে আমি আরো বেশি অনুপ্রেরণা পাব। আমি ঢিলেঢালা পোশাক পরে সহজেই শরীরের মেদ লুকাতে পারি। কিন্তু সেটা তো ছদ্মবেশ। আমি চাই আবার বিকিনি পরতে, যেমনটা মালদ্বীপে পরেছিলাম; সেই স্বপ্ন নিয়েই পরিশ্রম করে যাচ্ছি।’

 

মেয়েদের দেখাশোনার কোনো কমতি রাখতে চান না দেবিনা। নিয়ম করে দুই মেয়ের জন্য চারবেলা খাবার তৈরি করছেন, তার সঙ্গে নিজের রোজনামচাও বজায় রাখছেন। নিয়মিত ওয়ার্কআউট করছেন বলেও জানান দেবিনা।

 

গত মাসে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে মা হওয়ার পরবর্তী ফিটনেস জার্নি নিয়ে মুখ খুলেছিলেন দেবিনা। এতে তিনি বলেছিলেন, ‘আমি এখনো মেদ ঝরিয়ে ফেলতে সক্ষম হইনি। তা নিয়ে প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় নানা কটাক্ষ শুনতে হয়, তবে আমার মনে হয় এই ব্যাপারটাও ইতিবাচকভাবেই নেওয়া দরকার।’

 

টিভি অনুষ্ঠান ‘রামায়ণ’-এ প্রথম একসঙ্গে অভিনয় করেন দেবিনা-গুরমিত। এতে তারা রাম ও সীতা চরিত্রে অভিনয় করেন। এ দুটি চরিত্র তাদের ব্যাপক জনপ্রিয়তা এনে দেয়। এ সময়ে সম্পর্কে জড়ান তারা। দীর্ঘ ৬ বছর চুটিয়ে প্রেম করার পর বিয়ে করেন গুরমিত-দেবিনা।

 

অনেক দিন ধরেই সন্তানের অপেক্ষায় ছিলেন এই তারকা দম্পতি। দীর্ঘ দিন বিভিন্ন ডাক্তারের শরণাপন্ন হয়েছেন তারা। সর্বশেষ গত বছরের ফেব্রুয়ারিতে এই দম্পতি ঘোষণা দেন, তাদের সংসার আলো করে আসছে প্রথম সন্তান। পাশাপাশি বেবি বাম্পের ছবিও প্রকাশ করেন দেবিনা।

 

গত ১৬ আগস্ট দ্বিতীয় সন্তান আগমনের খবর দিয়ে দেবিনা ইনস্টাগ্রামে বলেছিলেন—‘ কিছু সিদ্ধান্ত ঐশ্বরিকভাবে নির্ধারিত হয়। যা কেউ বদলাতে পারে না। এটি তেমনি একটি আশীর্বাদ। আমাদের পূর্ণতা দিতে সে আসছে।’

 

শুধু ছোট পর্দা নয়, ‘ওজাহ তুম হো’, ‘পল্টন’-এর মতো সিনেমায়ও অভিনয় করেছেন গুরমিত। অন্যদিকে হিন্দি ভাষার ‘খামোশিয়ান’, ‘ইন্ডিয়ান বাবু’, তেলেগু ভাষার ‘সিক্স’সহ বেশ কিছু সিনেমায় কাজ করেছেন দেবিনা।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়