ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে তফসিল

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:৩৮, ২৯ ফেব্রুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে তফসিল

নিজস্ব প্রতিবেদক : দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের তফসিল ঘোষণা করছেন বিএনপি। আগামী ১৯ মার্চ দলটির শীর্ষ এই দুই পদে নির্বাচন হবে।

 

সোমবার বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তফসিল ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন কমিশনের চেয়ারম্যান ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

 

তিনি বলেন, আগামী ২ মার্চ বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন পরিচালনার জন্য দলের কেন্দ্রীয় কার্যালয়ে স্থাপিত অস্থায়ী অফিসে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট থেকে দলের চেয়ারপারস ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের মনোনায়নপত্র সংগ্রহ করা যাবে। তবে চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রার্থীর বয়স কমপক্ষে ৩০ (ত্রিশ) বছর এবং তাকে দলের চাঁদাদাতা সদস্য হতে হবে। ৪ মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন পরিচালনা কমিশনের অস্থায়ী অফিসে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

 

জমির উদ্দিন জানান, ৫ মার্চ শনিবার বেলা ১১টায় কমিশনের অস্থায়ী কার্যালয়ে মনোনায়নপত্র বাছাই করা হবে। ৬ মার্চ রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনায়নপত্র প্রত্যাহার করা যাবে।

 

বিএনপির এই নেতা বলেন, চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী নিজে কিংবা লিখিতভাবে মনোনীত তার নির্বাচনী এজেন্টের মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ, জমাদান, প্রত্যাহার এবং ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারবেন।

 

তিনি আরো বলেন, নির্বাচন পরিচালনা কমিশন দলের চেয়ারপারসন ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে রিটার্নিং অফিসার এবং দলের চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল মান্নানকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে।

 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির অন্য পদগুলোতে কাউন্সিলের দিন নির্বাচন হবে। কাউন্সিল পেছানোর কোনো সম্ভাবনা নেই। ১৯ মার্চ নির্ধারিত তারিখেই কাউন্সিল অনুষ্ঠিত হবে।

 

কাউন্সিল ভেন্যু সংক্রান্ত এক প্রশ্নের জবাবে জমির উদ্দিন বলেন, ‘কাউন্সিল অধিবেশনে সারা দেশ থেকে কাউন্সিলররা আসবেন। বিভিন্ন দলের নেতা ও বিদেশি প্রতিনিধিরা এখানে আসবেন। আশা করি সরকার আমাদের কাউন্সিলে বাধা সৃষ্টি করবে না। এ ধরনের কোনো আশঙ্কা করি না।’

 

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান হারুন উর রশিদ, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল মান্নান,  নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার আমিনুল হক প্রমুখ।




রাইজিংবিডি/ঢাকা/২৯ ফেব্রুয়ারি ২০১৬/রেজা/সাইফুল

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়