ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

স্থায়ী কমিটির সিদ্ধান্ত বৃহস্পতিবার জানাবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ৯ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
স্থায়ী কমিটির সিদ্ধান্ত বৃহস্পতিবার জানাবে বিএনপি

বুধবার বিকেলে বৈঠকে বসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বসা এ বৈঠক রাত ৮ টায় শেষ হয়। তবে বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে তা নিয়ে আজ কথা বলেননি স্থায়ী কমিটির কেউ।

রাতে চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত বৃহস্পতিবার দুপুর ১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে।

চেয়ারপারসনের প্রেস উইংয়ে আরেক কর্মকর্তা শায়রুল কবির খান জানান, সংবাদ সম্মেলনে সিদ্ধান্তের কথা জানাবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ।

এছাড়া ২০ দলীয় জোটের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের বরাত দিয়ে শামসুদ্দিন দিদার জানান, বৃহস্পতিবার বাদ মাগরিব গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে।


ঢাকা/সাওন/সাইফ

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়