প্রিয় চরিত্রে শখ
|| রাইজিংবিডি.কম
বিনোদন প্রতিবেদক
ঢাকা, ৩ জুলাই: নিজের প্রিয় একটি চরিত্রের নামে অভিনয় করলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ।
নন্দিতা নামটি শৈশব থেকেই শখ খুব পছন্দ করেন। এ নামটির প্রতি তার ভীষণ দুর্বলতা রয়েছে।
প্রয়াত শিল্পী শেখ ইশতিয়াকের গাওয়া `নন্দিতা তোমার কথা আমি ভুলিনি এখনো` গানটি তিনি প্রায়ই শুনেন। মূলত এ গানটি শোনার পর নন্দিতা নামের প্রতি তার ভালোলাগা কাজ করে। তিনি জানতেন না, এ গানের নন্দিতা আসলে কে।
তবে তিনি গানের নন্দিতার সঙ্গে নিজের মিল খুঁজে বের করতে চেষ্টা করতেন। অনেকটা শখের বশেই শখ নন্দিতার মধ্যে নিজেকে খুঁজে ফিরতেন।
এবার তিনি নাটকে সেই প্রিয় নামের চরিত্রে অভিনয়ের সুযোগ পেলেন। মঈন আহমেদের রচনায় ও অনিরুদ্ধ রাসেলের পরিচালনায় `ঘটনাচক্র` নাটকে তিনি নন্দিতা চরিত্রে অভিনয় করেছেন।
গত সপ্তাহে ঢাকার উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। এ নাটকে তার বিপরীতে দ্বিতীয়বারের মতো জুটি হয়ে অভিনয় করেছেন আফরান নিশো।
তিনি এ নাটকে অয়ন চরিত্রে অভিনয় করেছেন। একটি ভুলের মাধ্যমে নন্দিতার সঙ্গে অয়নের পরিচয় হয়। এরপর ঘটতে থাকে বিভিন্ন নাটকীয় ঘটনা। এ প্রসঙ্গে শখ বলেন, `অনেক চরিত্রেই অভিনয় করেছি।
কিন্তু নন্দিতা চরিত্রে কখনো অভিনয়ের সুযোগ পাব, তা ভাবতে পারিনি। এ নাটকে আমি নিজেকে কল্পনার নন্দিতার মতো করেই উপস্থাপন করেছি। আশা করি, নাটকটি দর্শকের ভালো লাগবে।’
ঘটনাচক্র নাটকটি আগামী ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে নির্মিত হয়েছে। এদিকে শখ গত সপ্তাহে পল্লব বিশ্বাসের নতুন ধারাবাহিক নাটক `রিলেশন`র কাজ শুরু করেছেন। এ নাটকে তার বিপরীতে অভিনয় করছেন নাঈম।
অন্যদিকে আজ ঢাকার রামপুরাতে তিনি সোহান খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে একটি ঈদের খন্ড নাটকে অভিনয় করবেন বলে জানিয়েছেন।
ঈদের ব্যস্ততা নিয়ে শখ বলেন, ‘ব্যক্তিগত ঝামেলার কারণে গত ঈদের নাটকে বেশি কাজ করতে পারিনি। তবে এবার ভালো ভালো গল্পের কিছু নাটকে কাজ করেছি। সামনে আরও করব। এছাড়া গত সপ্তাহে পল্লব বিশ্বাসের পরিচালনায় রিলেশন নামে নতুন একটি ধারাবাহিকের কাজ শুরু করেছি।’
এই নাটকে শখের বিপরীতে অভিনয় করছেন নাঈম।
রাইজিংবিডি/এলএ
রাইজিংবিডি.কম