ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপির সমাবেশে মারামারি

রেজা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৯, ৫ জানুয়ারি ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
বিএনপির সমাবেশে মারামারি

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সমাবেশে সামনে বসাকে কেন্দ্র করে মারামারি করেছে দলটির নেতা-কর্মীরা। এ নিয়ে দুই দফায় এই ধরনের ঘটনা ঘটল।

 

মঙ্গলবার বেলা ২টা ১০ মিনিটের দিকে সমাবেশ শুরু হলেই মঞ্চের সামনে দুই পক্ষের মধ্যে এই মারামারির ঘটনা ঘটে। দুই পক্ষের ধাক্কাধাক্কিতে মঞ্চের সামনে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য দেওয়া বাঁশের বেষ্টনী ভেঙে যায়।

 

পরে উপস্থিত নেতা-কর্মীদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এর আগে দুপুর পৌনে ১টার দিকেও হাতাহাতির ঘটনা ঘটে।

 

এদিকে সমাবেশকে কেন্দ্র করে এরই মধ্যে নয়াপল্টন এবং এর আশপাশ এলাকায় নেতা-কর্মীরা উপস্থিত হতে থাকেন। নেতা-কর্মীদের উপস্থিতিতে নাইটেংগেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত সমাবেশের পরিধি বিস্তৃত হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিকেল ৩টার দিকে মঞ্চে ওঠার কথা রয়েছে।

 

 

 

 

রাইজিংবিডি/ঢাকা/৫ জানুয়ারি ২০১৬/রেজা/ইভা/এএন

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়