ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন

অদিত্য রাসেল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:২৭, ২৩ মার্চ ২০১৬   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটি অনুমোদন

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা । প্রাক্তন মন্ত্রী ও বর্তমান জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাসকে সভাপতি ও সাবেক উপজেলা ও পৌর চেয়ারম্যান সদ্য প্রয়াত আবু মোহাম্মদ গোলাম কিবরিয়াকে কমিটির সাধারণ সম্পাদক হিসেবে বহাল রেখেই বুধবার সন্ধ্যায় এই কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।

 

কমিটিতে প্রথম সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম খান, সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট কে.এম. হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস, অ্যাডভোকেট আব্দুর রহমান, মোস্তফা কামাল খান, মো. ফিরোজ ভুইয়া, মো. আব্দুর রউফ মুক্তা, মোজাম্মেল হক সরকার বকুল, সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, প্রথম যুগ্ম সম্পাদক সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, আব্দুল বারী সেখ, আইন বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ লিটন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক গাজী আমিনুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শ্রী রণজিৎ কুমার সাহা, দপ্তর সম্পাদক মো. বেলাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মওলানা আব্দুল কুদ্দুস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শামসুজ্জামান আলো, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রউফ পান্না, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার পারভেজ লিমন, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সেলিনা রহমান পান্না, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী সোহরাব আলী সরকার, যুব ও ক্রীড়া সম্পাদক মো. বদরুল আলম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক ফরিদ আহম্মেদ পিয়ার, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ মনোয়ার হোসেন, শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর হোসেন খান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুস শিল্পী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক সৈয়দ ইমরুল কায়েস তপন, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান খান, হালিমুল হক মিরু, সেলিম আহমেদ, উপ-দপ্তর সম্পাদক এস. আহসান হাবিব এহসান, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক নাছিমুর রহমান, কোষাধ্যক্ষ আজিজুল হক তালুকদার, সদস্য হাসিবুর রহমান স্বপন এমপি, গাজী আমজাদ হোসেন মিলন এমপি, তানভীর ইমাম এমপি, আব্দুল মজিদ মন্ডল এমপি, সেলিনা বেগম স্বপ্না এমপি, শফিকুল ইসলাম শফি, প্রকৌশলী তানভীর শাকিল জয়, আব্দুল বারী তালুকদার, অ্যাডভোকেট জাহিদ হোসেন, জুলফিকার হায়দার খোকন, ডাঃ জহুরুল হক রাজা, শফিকুল ইসলাম তালুকদার, আলহাজ্ব ইসাহাক আলী, গাজী আব্দুল হামিদ আকন্দ, এ্যাড. রজব আলী, এ্যাড. আব্দুল আলিম জুয়েল, হাসি মির্জা, এ্যাড. শেখ আব্দুল হামিদ লাভলু, আব্দুল লতিফ তারিন, রফিকুল ইসলাম হিরা, জান্নাত আরা হেনরী, আলতাফ হোসেন, দানিউল হক মোল্লা, তোফাজ্জল হোসেন, মকবুল হোসেন মুকুল, অংকুরজিৎ সাহা নব, মিজানুর রহমান দুদু, হাসান খসরু খান, আশরাফুল ইসলাম তালুকদার, মো. হেলাল উদ্দিন, মনোরঞ্জন কর্মকার, মো. গোলাম হায়দার, মো. শাহার উদ্দিন, উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ আনোয়ার হোসেন রতু, মো. মোস্তাফিজুর রহমান, ড. হোসেন মনসুর, আমিনুল ইসলাম চৌধুরী, অধ্যাপক জাকারিয়া, এ্যাডভোকেট আব্দুল হাই, অ্যাডভোকেট আব্দুল খালেক, অ্যাডভোকেট মালেক আব্দুর রহিম, মো. আজিজুল হক বকুল, আব্দুর রশিদ, রফিকুল আলম খান, আব্দুল কাদের শেখ, বাদশা আলম, অ্যাডভোকেট রঞ্জিত কুমার মন্ডল স্বপন, ডাঃ আব্দুর রাজ্জাক, অ্যাডভোকেট সেলিম, আশরাফ তালুকদার, ডাঃ আব্দুল হাই, শহিদুল আলম, ইউনুস আলী খান, অধ্যাপক রেজা।

 

গত বছরের ৮ জানুয়ারি দীর্ঘদিন পর সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে সাবেক মন্ত্রী ও বর্তমান সিরাজগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আব্দুল লতিফ বিশ্বাসকে সভাপতি ও সাবেক উপজেলা ও পৌর চেয়ারম্যান আবু মোহাম্মদ গোলাম কিবরিয়াকে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।

 

 

 

রাইজিংবিডি/ সিরাজগঞ্জ / ২৩ মার্চ ২০১৬/অদিত্য রাসেল/শাহেদ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়