ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘উসকানিমূলক তথ্য প্রচার করলে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধেও ব্যবস্থা’

সচিবালয় প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
‘উসকানিমূলক তথ্য প্রচার করলে সোশ্যাল মিডিয়ার বিরুদ্ধেও ব্যবস্থা’

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ (ফাইল ছবি)

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশবিরোধী, উসকানিমূলক তথ্য প্রচারের জন্য সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষের (ফেসবুক, টুইটার) বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

বৃহস্পতিবার (০৬ আগস্ট) সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে  ‘শেখ হাসিনা ও ঘুরে দাঁড়ানোর বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, পত্রিকা কিংবা টেলিভিশনে যদি দেশবিরোধী, উসকানিমূলক তথ্য প্রচার করা হয়, তাহলে এর দায় পড়ে টেলিভিশন কর্তৃপক্ষের ওপর। ঠিক তেমনি ফেসবুক, টুইটারসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ায় যদি উসকানিমূলক বক্তব্য প্রচার করা হয়, তাহলে দায়ভারও ওইসব সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষের ওপর পড়ে।

তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রমের জন্য ইউরোপ-যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ সোশ্যাল মিডিয়ার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।  আমাদেরও ডিজিটাল নিরাপত্তা আইনের ৩৮ ধারায় এর সুযোগ রয়েছে। আমরাও প্রয়োজনে এবিষয়ে আইনি পদক্ষেপ নেবো।

ঢাকা/আসাদ/জেডআর

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়