ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এ সরকার শ্রমিকবান্ধব নয়: প্রিন্স

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০২, ১২ জুলাই ২০২১   আপডেট: ১৩:৪৪, ১২ জুলাই ২০২১
এ সরকার শ্রমিকবান্ধব নয়: প্রিন্স

বিএনপির সাংগঠ‌নিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ব‌লেছেন, ‘যে সরকার শ্রমিক‌দের নিরাপত্তা দি‌তে পারে না, রূপগ‌ঞ্জে ৫২ জন শ্রমিক পু‌ড়ে মারা যাওয়ার পরও যে সরকার রাষ্ট্রীয় শোক পালন কর‌তে পা‌রে না, সে সরকার‌ অবশ্যই শ্রমিকবান্ধব নয়।’

সোমবার (১২ জুলাই) সকাল সা‌ড়ে ১১টায় জাতীয় প্রেসক্লা‌বের সাম‌নে বাংলা‌দেশ জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন তিনি।

সৈয়দ এমরান সালেহ প্রিন্স ব‌লেন, ‘আর কত শ্রমিক লাশ হ‌লে রাষ্ট্রীয় শোক পা‌লিত হ‌বে? ক‌রোনার সম‌য়ে শ্রমিকরা কাজহারা হ‌য়ে‌ছে। কো‌নো সাহায্য পায়‌নি। উ‌ল্টো ‌কো‌টি কো‌টি টাকা প্রণোদনা পে‌য়ে‌ছে মা‌লিকপক্ষ। এ সরকার কখনও শ্রমিক‌দের পা‌শে থা‌কে না।’

মানববন্ধ‌নে জাতীয়তাবাদী শ্রমিক দ‌লের সভাপ‌তি আনোয়ার হো‌সেন ব‌লেন, ‘অগ্নিকাণ্ডে যারা মারা গে‌ছেন, তা‌দের আত্মার মাগ‌ফেরাত কামনা কর‌ছি। মৃত শ্রমিক‌দের প‌রিবার‌কে পুনর্বাসন করাসহ তা‌দের আর্থিক ক্ষ‌তিপূরণ দি‌তে হ‌বে। এতগু‌লো মানু‌ষের মৃত্যুর জন্য দায়ী‌দের অবশ্যই দৃষ্টান্তমূলক শা‌স্তি দি‌তে হ‌বে।’

তিনি আরও বলেন, ‘জাতীয়তাবাদী শ্রমিক দল সব সময় শ্রমিক‌দের প‌ক্ষে কাজ করছে। রূপগ‌ঞ্জে আগুনে পু‌ড়ে নিহত শ্রমিক‌দের প‌রিবা‌রের পা‌শেও আছে শ্রমিক দল।’

জাতীয়তাবাদী শ্রমিক দল আ‌য়ো‌জিত মানববন্ধনে দ‌লের কেন্দ্রীয় নেতারা উপ‌স্থিত ছি‌লেন।

ঢ‌াকা/মেসবাহ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়