ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘তালেবান ক্ষমতায় আসায় বিএনপি ও জামায়াত খুবই উৎফুল্ল’

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ২৬ সেপ্টেম্বর ২০২১  
‘তালেবান ক্ষমতায় আসায় বিএনপি ও জামায়াত খুবই উৎফুল্ল’

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘আফগানিস্থানে তালেবান ক্ষমতায় আসায় বিএনপি, জামায়াত, হেফাজত ও ধর্মান্ধরা ভেতরে ভেতরে খুবই উৎফুল্ল। তারা আশায় রয়েছে সেখান থেকে টাকা আসবে, অস্ত্র আসবে আর দেশে তারা অস্থিতিশীলতা সৃষ্টি করবে। কিন্তু আওয়ামী লীগ তাদের সব ষড়যন্ত্র ও অপতৎপরতা শক্ত হাতে মোকাবিলা করবে।’

রোববার (২৬ সেপ্টেম্বর) টাঙ্গাইলের জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সভায় তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন:

আব্দুর রাজ্জাক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বিএনপি ও স্বাধীনতাবিরোধী শক্তি বাধাগ্রস্ত করতে চায়।  তারা অতীতের মতো এখনও অপতৎপরতায় ও ষড়যন্ত্রে লিপ্ত।’

মিথ্যাচার করে বিএনপি যাতে কোনোদিন ক্ষমতায় আসতে না পারে এ বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান কৃষিমন্ত্রী।

আব্দুর রাজ্জাক বলেন, ‘বিএনপি সবসময় মিথ্যাচার ও ইতিহাস বিকৃতি করে ক্ষমতায় এসেছে।  বিএনপি শুরু থেকেই জনগণকে বিভ্রান্ত করে ক্ষমতায় এসেছে।  বিএনপির এই মিথ্যাচার ও ষড়যন্ত্র এখনও চলছে, আগামীদিনেও হবে। এ বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। ’

টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সভায় অরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা জোয়াহেরুল ইসলাম, আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছানোয়ার হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ছোট মনির, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আহসানুল ইসলাম টিটু, আতাউর রহমান খান, হাসান ইমাম খানসহ জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্যরা।

কাওছার/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়