ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রওশনকে স্বাগত জানানোর আহ্বান কাদেরের

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৬, ২৬ জুন ২০২২  
রওশনকে স্বাগত জানানোর আহ্বান কাদেরের

চিকিৎসা শেষে সোমবার (২৭ জুন) দেশে ফিরছেন বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ। তাকে বিমানবন্দরে স্বাগত জানাতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

থাইল্যান্ডে ব্যক্তিগত সফর শেষে রোববার (২৬ জুন) দুপুর ১২টা ১০ মিনিটে দেশে ফিরে দলীয় নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন তার সফরসঙ্গী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তফা আল মাহমুদ।

বিরোধী নেতার শারীরিক অবস্থার কথা জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ এমপি ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আগের চেয়ে তার শারীরিক অবস্থার অনেক উন্নতি হয়েছে। আগামীকাল সোমবার বেলা ১২টা ১০ মিনিটে বেগম রওশন এরশাদ দেশে ফিরবেন। জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদকে স্বাগত জানাতে দলীয় নেতা-নেতাকর্মীদের মধ্যে যাদের সুযোগ আছে তারা যেন কাল বেলা ১২টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকেন।’

তিনি বলেন, ‘যারা সাক্ষাৎ করতে ইচ্ছুক, তারা যেন বিরোধী দলীয় নেতার অনুমতি সাপেক্ষে এবং বিরোধী দলীয় নেতার শারীরিক অবস্থা বিবেচনায় রেখে যোগাযোগ করেন।’

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরকে স্বাগত জানান জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, সুনীল শুভ রায়, মীর আবদুস সবুর আসুদ, জাপার চেয়ারম্যানের উপদেষ্টা শেরিফা কাদের এমপি, যুগ্ম কোষাধক্ষ অ্যাডভোকেট আবু তৈয়ব, জাতীয় ছাত্র সমাজের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সরকার, জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য নাহার ইতি প্রমুখ।

নঈমুদ্দীন/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়