ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপিসহ সমমনা দ‌লগুলোর গণমিছিল শুক্রবার

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ২৯ ডিসেম্বর ২০২২   আপডেট: ১৬:৪১, ২৯ ডিসেম্বর ২০২২
বিএনপিসহ সমমনা দ‌লগুলোর গণমিছিল শুক্রবার

আগামীকাল শুক্রবার (৩০ ডিসেম্বর) বাদ জুমা রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যাল‌য়ের সামনে বিএন‌পি নেতাকর্মীরা জমায়েত হবেন। সেখা‌নে বিএন‌পির নেতাদের বক্তব্য শেষে শুরু হ‌বে গণমি‌ছিল। মগবাজার মোড়ে গি‌য়ে শেষ হ‌বে মিছিলটি।

বিএন‌পির যুগপৎ আন্দোল‌নের শ‌রিক দল ‘গণতন্ত্র মঞ্চ’ এর নেতাকর্মীরা শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে সকাল ১১টায় জমায়েত হবেন। সেখা‌নে তারা বক্তব্য শেষ ক‌রে গণমি‌ছিল শুরু করবেন। দৈনিক বাংলা মোড়ে গিয়ে তা‌দের গণমি‌ছিল শেষ হ‌বে।

আরো পড়ুন:

‘১২ দলীয় জোট’ শুক্রবার বি‌কেল ৩টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে গণমি‌ছিল শুরু করবে। কাকরাইল মোড়ে গি‌য়ে শেষ হবে মিছিলটি।

‘১১ দলীয় জোট’ শুক্রবার বি‌কেল ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সাম‌নে থে‌কে গণমি‌ছিল শুরু করে মতিঝিল শাপলা চত্বরে গি‌য়ে শেষ কর‌বে।

‘এলডিপি’ তা‌দের কাওরানবাজার (এফডিসি সংলগ্ন) অ‌ফি‌সের সামনে থেকে বেলা ৩টায় গণমি‌ছিল বের করবে। মিছিলটি মালিবাগ মোড়ে গি‌য়ে শেষ হ‌বে।

মেয়া/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়