ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএন‌পির আন্দোলন হাসপাতা‌লে: কা‌দে‌র

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৬, ২৩ জানুয়ারি ২০২৩  
বিএন‌পির আন্দোলন হাসপাতা‌লে: কা‌দে‌র

ছবি: সংগৃহীত

অদৃশ্য নির্দেশে বিএনপি আন্দোলন করে ব্যর্থ হয়ে হতাশায় হাসপাতালে গিয়েছে ব‌লে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএন‌পি আবারও আওয়ামী লীগকে একদলীয় সংসদের অপবাদ দিচ্ছে। বিএনপি দেখে না সংসদে জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টিসহ অনেক দল রয়েছে? তারা কি এসব দেখে না? আসলে তারা ভুয়া রাজনীতি করে।

বিএনপি নেতারা ডোনাল্ড লু আসার পর হাসপাতালে কেন গিয়েছে- এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, অদৃশ্য নির্দেশে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করার মিশনে বিএনপি আন্দোলন করে ব্যর্থ হয়েই হতাশায় হাসপাতালে গিয়েছে।

অনুষ্ঠানে প্রায় ৩ হাজার পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করার কথা জানিয়ে কাদের বলেন, মানুষের পাশে ছিলাম, আছি থাকবো। আর নির্বাচন মোকাবিলায় আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজপথে আছে। 

পার‌ভেজ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়