গণফোরাম ও পিপলস পার্টির সাথে বিএনপির বৈঠক

বিএনপির সরকার পতনের চলমান আন্দোলনের অংশ হিসেবে বিএনপি লিয়াজোঁ কমিটির সঙ্গে গণফোরাম ও পিপলস পার্টির বৈঠক শুরু হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৪৫ মিনিটে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক শুরু হয়েছে বলে জানান বিএনপি মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।
শায়রুল জানান, বিএনপি লিয়াজোঁ কমিটির পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত আছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল।
অপরদিকে, বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ হচ্ছেন গণফোরাম সভাপতি মোস্তফা মোহসীন মন্টু, সাধারণ সম্পাদক অ্যাড. সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, এ.কে.এম জগলুল হায়দার আফ্রিক ও মহিউদ্দিন আবদুল কাদের।
পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, মহাসচিব আবদুল কাদের, কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম রণো ও প্রেসিডিয়াম সদস্য বিলকিস খন্দকার।
এরপর বিএনপি লিয়াজোঁ কমিটির সঙ্গে এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে প্রতিনিধিদল বৈঠক করবেন বলে জানান শায়রুল কবির খান।
মেয়া/এনএইচ
আরো পড়ুন