ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিএনপি নেতা সপুকে ফের গ্রেপ্তারের অভিযোগ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ২২ মার্চ ২০২৩  
বিএনপি নেতা সপুকে ফের গ্রেপ্তারের অভিযোগ

বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপুকে আবারও গ্রেপ্তারের অভিযোগ করেছেন তার স্ত্রী আঞ্জুমান আরা বেগম। দীর্ঘদিন কারাভোগের পর গতকাল (মঙ্গলবার) রাতে জামিনে মুক্তি পাওয়ার কথা ছিলো তার।

বুধবার (২২ মার্চ) সকালে রাইজিংবিডিকে এ তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

আরো পড়ুন:

বিএনপি নেতা সপুর স্ত্রী আঞ্জুমান আরা বেগমের বরাত দিয়ে দিদার জানান, গতকাল (মঙ্গলবার) রাতে জামিনে মুক্তি পাওয়ার কথা ছিলো সপুর। কিন্তু অজ্ঞাত কারণে কারাগার থেকে বের হতে দেয়নি বিএনপির এই নেতাকে। সময় পেরিয়ে সন্ধ্যা ৭টা বেজে গেলে সপুর স্ত্রী কারা কর্তৃপক্ষের কাছে সপুর কারাগার থেকে বের হতে বিলম্বের কারণ জানতে চাইলে, মীর সরাফত আলী সপুকে পুনরায় পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বলে জানান কারা কর্তৃপক্ষ।

এর আগে গত ১৭ ফেব্রুয়ারি বিএনপি নেতা মীর সরাফত আলী সপু জামিন পেলেও তাকে জেলগেট থেকে গ্রেপ্তার করে রমনা মডেল থানা পুলিশ।

প্রসঙ্গত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মীর সরফত আলী সপুকে গত ৮ ফেব্রুয়ারি তার ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে গ্রেপ্তার দেখায় হাজারীবাগ থানা পুলিশ।

/মেয়া/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়