ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

জীবন দেবো, তবু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না: ফারুক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ৩১ মার্চ ২০২৩  
জীবন দেবো, তবু তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচন হবে না: ফারুক

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে বিএনপির নেতারা

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘জীবন দেবো, জেলে যাবো; তবু খালেদা জিয়া, তারেক রহমান ও তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। পুলিশের জোর দেখাচ্ছেন, কতিপয় পুলিশ দ্বারা; আমাদের আটকে রাখতে আর পারবেন না। ১৭ জন প্রাণ দিয়েছেন, ১৭ হাজার প্রাণ দেবো, তবু আপনাদের (আওয়ামী লীগ) অধীনে এ দেশে আর কোনো নির্বাচন হবে না।’

শুক্রবার (৩১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে এসব কথা বলেন তিনি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বিরের নিঃশর্ত মুক্তি এবং বিএনপির পূর্বঘোষিত ১০ দফা দাবি আদায়ে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

আওয়ামী লীগের উদ্দেশে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘বিএনপিকে ধ্বংস করার পরিকল্পনা করছেন। সঙ্গে সঙ্গে যেসব সাংবাদিক দেশের স্বার্থে লেখালেখি করছেন, তাদের আপনারা বাধা দিচ্ছেন যে, তাদের মুখও বন্ধ করে দেবো। শামসুজ্জামান কারাগারে গেছেন, সম্পাদকের বিরুদ্ধে মামলা হয়েছে।’

তিনি বলেন, ‘বিশ্বাস করেছিলাম ২০১৮ সালে, গণভবনে আন্তরিকতার সঙ্গে আমার দল গিয়েছিল, সেদিন আপনারা আমাদের সঙ্গে মুনাফেকি করেছেন। ২০১৮ সালে দিনের ভোট রাতে করেছেন। সেই দিন আর নেই। এখন নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তারেক রহমানের কৌশলের কাছে আপনারা পরাজিত হবেন।’

সরকার দেশের গণমাধ্যম ধ্বংসের প্রক্রিয়া শুরু করেছে, মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, ‘প্রথম আলোর রিপোর্টারকে গ্রেপ্তার করেছেন, সম্পাদকের বিরুদ্ধে মামলা দিয়েছেন। বাংলাদেশের গণমাধ্যম ধ্বংসের প্রক্রিয়া শুরু করেছেন। কী বার্তা দিতে চাচ্ছেন? বলতে চাচ্ছেন যে, কেউ লেখালেখি করবেন না, সামনে আপনারা আবার ক্ষমতায় যাবেন। এ কৌশল বিএনপির কাছে আর টিকবে না। জাতীয়তাবাদী শক্তি বিএনপি ও তারেক রহমানের কৌশলের কাছে আপনারা পরাজিত হবেন।’

ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি গাজী রেজওয়ানুল হক রিয়াজের সভাপতিত্বে মানববন্ধনে ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান প্রমুখ বক্তব্য দেন।

মামুন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়