ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা: মির্জা ফখরুলের দুঃখপ্রকাশ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ১ এপ্রিল ২০২৩   আপডেট: ১৫:১৯, ১ এপ্রিল ২০২৩
ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা: মির্জা ফখরুলের দুঃখপ্রকাশ

রাজধানীর মিরপুরে ঢাকা উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে দায়িত্বরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব এই হামলার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যাপারে সাংবাদিকদের আশ্বস্ত করেন। প্রাথমিকভাবে শনিবার (১ এপ্রিল) বিএনপির অবস্থান ধর্মঘট কর্মসূচিতে তাদের উপস্থিতির ওপর নিষেধাজ্ঞার কথাও জানান।

এদিকে, সাংবাদিকদের ওপর হামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী।

শুক্রবারের হামলায় বেসরকারি টেলিভিশন এনটিভির বিশেষ প্রতিনিধি ইমরুল আহসান জনি, চ্যানেল আইয়ের প্রতিবেদক আখতার হাবিবসহ বেশ কয়েকটি চ্যানেলের ক্যামেরাপারসন আহত হন। দুটি ক্যামেরাও ক্ষতিগ্রস্ত হয়।

আহত জনিকে দেখতে রাতে তার বাসায় যান আমান উল্লাহ আমান, আমিনুল ইসলাম, শায়রুল কবির খান প্রমুখ।

গতকাল (শুক্রবার) রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলাকারীরা স্থানীয় যুবদলের নেতা বলে জানিয়েছেন সাংবাদিকরা। একাধিক সাংবাদিক রাইজিংবিডিকে বলেছেন, গতকালের ইফতার মাহফিলে নেতা-কর্মীদের বিপুল উপস্থিতির কারণে গণমাধ্যমকর্মীদের দাঁড়ানোর জায়গা ছিল না। এ নিয়ে বিএনপির নেতা-কর্মীরা সাংবাদিকের ওপর চড়াও হন।

এসময় যুবদল নেতাদের হামলা থামাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঞ্চ থেকে নেমে এলেও তাদের নিবৃত্ত করতে পারেননি। পরে তিনি নেতা-কর্মীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন।

সাংবাদিকদের গায়ে হাত তোলার প্রধান অভিযুক্ত যুবদল নেতা মিল্টনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান বিএনপি বিটে কাজ করা সাংবাদিকরা। এর পরিপ্রেক্ষিতে বিএনপি মহাসচিব বলেন, বিষয়টাকে আমরা গুরুত্ব সহকারে নিয়েছি। অবশ্যই এদের বিচার করা হবে।

মহাসচিব আরও বলেন, দলের মধ্যে আওয়ামী লীগের এজেন্ট আছে। তাদের উস্কানিতেই বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এরকম ন্যাক্কারজনক হামলা করা হয়েছে।

বিএনপি মহাসচিবের আশ্বাসের পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা আরও জানান, সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যারা সরাসরি সম্পৃক্ত, মূল ইন্ধনদাতা তাদের কেউ আজকের কর্মসূচিতে থাকলে আমরা অনুষ্ঠান বয়কট করবো। মহাসচিব তাদেরকে এই ব্যাপারেও নিশ্চিত করেন।

বিএনপি দলীয় সূত্র জানায়, আজকের কর্মসূচিতে হামলাকারীদের কেউ থাকবে না। দল থেকে তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

মেয়া/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়