ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢাকা-৬ আসন

মনোনয়নপত্র জমা দিলেন সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২৯ নভেম্বর ২০২৩  
মনোনয়নপত্র জমা দিলেন সাঈদ খোকন

ছবি: রাইজিংবিডি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনে লড়তে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোহাম্মদ সাঈদ খোকন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি।

আরো পড়ুন:

এ সময় সাংবাদিকদের সাঈদ খোকন বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেত্রী শেখ হাসিনা এ দেশের মানুষের কাছে ডিজিটাল বাংলাদেশের ওয়াদা করেছিলেন। বাস্তবতায়ও তিনি তার ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছেন এবং তার কল্যাণে বাংলাদেশ ডিজিটালাইজড হয়েছে। প্রধানমন্ত্রী আগামী দিনে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য আমাদের আহ্বান জানিয়েছেন। সেজন্য আমি মনে করি, এবারের নির্বাচনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা-৬ আসনে আমাকে মনোনয়ন দিয়েছেন, আমি আশা করব, এই আসনটা আমরা তাকে উপহার দিতে পারব। সবার কাছে দোয়া চাই।’

উল্লেখ্য, গত সোমবার সাঈদ খোকনের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তার ব্যক্তিগত সচিব হাবিবুল ইসলাম সুমন ও একান্ত সচিব মোবাশ্বের রুমি।

/সুকান্ত/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়