ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চিকিৎসার জন্য ভারত গেলেন বিএনপি নেতা আলাল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ২৯ ফেব্রুয়ারি ২০২৪  
চিকিৎসার জন্য ভারত গেলেন বিএনপি নেতা আলাল

চিকিৎসার জন্য ভারত গেলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। সঙ্গে তার স্ত্রী সৈয়দা নাসিমা ফেরদৌসীও রয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি ফ্লাইটে ওঠেন তারা। আলালের ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর হাওলাদার এ তথ্য জানান।

জাহাঙ্গীর হাওলাদার বলেন, মোয়াজ্জেম হোসেন আলাল দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত। এর আগে ভারতের চেন্নাইতে তার অপারেশন হয়েছিল। নিয়মিত চেকআপের জন্য অনেক আগেই তার চেন্নাই যাওয়ার কথা ছিল। কিন্তু সাড়ে তিন মাসের বেশি সময় কারাগারে থাকায় তিনি যেতে পারেননি। এতে তার শরীর অনেক খারাপের দিকে গেছে।

গত ২১ ফেব্রুয়ারি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আলাল।

/মেয়া/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়