ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

অনিশ্চিত গন্তব্যে দেশ: এবি পার্টি 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৪, ২৭ মার্চ ২০২৪  
অনিশ্চিত গন্তব্যে দেশ: এবি পার্টি 

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নেতারা বলেছেন, গতকাল বিদ্যুতের মেইন লাইনের নিচে তৈরী করা ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের পাঁচজন মারা গেছে। অভাবের তাড়নায় এক মা তার শিশু সন্তানকে বাজারে বিক্রি করেছে। সড়কের অব্যবস্থাপনায় মূল্যবান জীবন ঝরে পড়ছে প্রতিদিন। সীমান্তে গুলি করে বাংলাদেশের নাগরিক হত্যা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। অনির্বাচিত সরকারের অনিয়ম আর অব্যবস্থাপনায় দেশ যেন এক অনিশ্চিত গন্তব্যে চলছে। 

এবি পার্টির মাসব্যাপী গণইফতার কর্মসূচির ১৬তম দিনে বুধবার (২৭ মার্চ) রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন বিজয় একাত্তর চত্বরে আয়োজিত সমাবেশে তারা এসব কথা বলেন।

গণইফতারে প্রধান অতিথি হিসেবে বক্তব‌্য রাখেন ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু। বিশেষ অতিথি ছিলেন ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব ড. আবু ইউসুফ মোহাম্মদ সেলিম, এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুসহ এবি পার্টির কেন্দ্রীয় নেতারা। অন্য অতিথিদের মধ্যে ছিলেন—ভাসানী অনুসারী পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. ইসমাইল, বাবুল বিশ্বাস, যুগ্ম সদস্য সচিব হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন, কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, মো. আকতার হোসেন, আব্দুর রহমান এবং মো. কামরুজ্জামান।

রফিকুল ইসলাম বাবলু বলেন, আওয়ামী লীগ সরকার নানা ছলনায় জনগণকে প্রতারিত করে বার বার ক্ষমতায় আসছে। এবি পার্টিসহ আমরা সব বিরোধী দল এই সরকার পতনের এক দফা আন্দোলন করছি। আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই, আপনারা এই প্রতারণামূলক নির্বাচনে অংশ নেননি। রমজান শেষে আমরা এই আন্দোলনের জোরদার করব, ইনশাআল্লাহ। এই দখলদার সরকারের অনিয়ম আর দুর্নীতিতে দেশ ডুবতে বসেছে, যা আমরা আর চলতে দিতে পারি না। 

মজিবুর রহমান মঞ্জু বলেন, আমাদের গণইফতারে আপনারা যারা উপস্থিত আছেন, যাদের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, তাদের বুঝতে হবে, নিজের অবস্থা পরিবর্তনের জন্য পরিশ্রম করতে হবে। মানুষের কাছে হাত পাতা সম্মানজনক নয়। 

তিনি বলেন, দেশের মানুষ চরম সমস্যায় রয়েছে। অর্থনীতি ভেঙে পড়েছে। আমরা দেশ পুনর্গঠনের কাজ করার উদ্যোগ নিয়েছি। এখানে সবাইকে শামিল হতে হবে। 

গণইফতারে আরও উপস্থিত ছিলেন—এবি পার্টির যুগ্ম আহ্বায়ক বিএম নাজমুল হক, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক, উত্তরের যুগ্ম আহ্বায়ক ফিরোজ কবির,  সদস্য সচিব সেলিম খান, দক্ষিণের যুগ্ম সদস্য সচিব আহমাদ বারকাজ নাসির, কেন্দ্রীয় কমিটির সদস্য আমেনা বেগম, রুনা হোসাইন, মশিউর রহমান মিলু, রিপন মাহমুদ, যুব পার্টির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব শাহীনুর আক্তার শীলা, পল্টন থানা কমিটির আহ্বায়ক আব্দুল কাদের মুন্সি, সদস্য সচিব রনি মোল্লা, যাত্রাবাড়ী থানা কমিটির আহ্বায়ক সিএমএইচ আরিফ প্রমুখ।

নঈমুদ্দীন/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়