ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

ঐতিহা‌সিক বিজয়: ফিরোজ রশিদ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৩, ৫ আগস্ট ২০২৪  
ঐতিহা‌সিক বিজয়: ফিরোজ রশিদ

কাজী ফিরোজ রশিদ (ফাইল ফটো)

ছাত্র-জনতার বি‌ক্ষো‌ভে শেখ হা‌সিনার পত‌ন‌ ঐতিহাসিক বিজয় অর্জন বলে মন্তব‌্য ক‌রেছেন জাতীয় পার্টির একাংশের নির্বাহী চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। তিনি এজন্য ছাত্রসমাজকে অভিনন্দন জানিয়েছেন।

সোমবার (৫ আগস্ট) এক বিবৃতিতে কাজী ফিরোজ রশিদ বলেছেন, ছাত্রদের যৌক্তিক কোটা আন্দোলন দমনের নামে ফ্যাসিস্ট সরকার দেশে গণহত্যা চালিয়েছে। তারা ভুলে গিয়েছিল যে, এ দেশে ছাত্র আন্দোলন কখনো ব্যর্থ হয় না। আজ শুধু পদত্যাগই নয়, দেশ থেকে তাদের পালিয়ে যেতে হয়েছে।

তিনি আরও বলেন, এই নারকীয় হত্যাযজ্ঞ যারা ঘটিয়েছে এবং বিগত ১৫ বছরে যেসব আওয়ামী নেতাকর্মী ও তাদের দোসররা একচেটিয়া লুটপাট করেছে, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তারা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। পদত্যাগী সরকারের সকল দুর্নীতিবাজকে আইনের আওতায় আনতে হবে।

বিজয়ী ছাত্র-জনতাকে ধৈর্য ধরতে এবং শান্তিশৃঙ্খলা বজায় রেখে বাংলাদেশ সেনাবাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন কাজী ফিরোজ রশিদ।  

নঈমুদ্দীন/রফিক 


সর্বশেষ

পাঠকপ্রিয়