ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দেশে এসেছেন কোকোর স্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫৩, ৭ সেপ্টেম্বর ২০২৪  
দেশে এসেছেন কোকোর স্ত্রী

লন্ডন থেকে দেশে এসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকায় আসেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এবি এম আব্দুস সাত্তার বলেন, শর্মিলা রহমান সিঁথি এখন ম্যাডামের (খালেদা জিয়া) বাসভবন ফিরোজায় আছেন।

সবশেষ চলতি বছরের ২৮ জানুয়ারি বেগম খালেদা জিয়া হাসপাতালে ভর্তি হলে ঢাকায় এসেছিলেন শর্মিলা রহমান।

শর্মিলা রহমানের ঢাকা আসাকে কেন্দ্র করে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার বিষয়টি আবার সামনে এসেছে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে চিকিৎসা জন্য যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য নেওয়া হতে পারে। কারণ এর আগে যুক্তরাষ্ট্রের ৩ জন চিকিৎসক ঢাকায় এসে খালেদা জিয়ার অস্ত্রোপচার করে গেছেন।

আব্দুস সাত্তার বলেন, ম্যাডাম শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও মানসিকভাবে ভালো আছেন। বাসায় পরিবারের সদস্যদের কাছে পাওয়ার কারণে তিনি মানসিকভাবে চাঙা আছেন।

এমএ/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়