ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়: ববি হাজ্জাজ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৯, ৭ নভেম্বর ২০২৪  
জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন নয়: ববি হাজ্জাজ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন না করার প‌ক্ষে মত দি‌য়ে‌ছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

তি‌নি ব‌লে‌ছেন, নতুন নির্বাচন কমিশনের প্রথম এজেন্ডা হবে যতদ্রুত সম্ভব জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা। আমাদের সুস্পষ্ট বক্তব্য, জাতীয় নির্বাচনের আগে কোনও ধরনের স্থানীয় সরকার নির্বাচন নয়।

বুধবার (৬ নভেম্বর) বিকালে রাজধানীর মালিবাগে অবস্থিত জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম এর ঢাকা মহানগর কার্যালয়ে আয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নতুন নির্বাচন কমিশনে ফ্যাসিবাদ বিরোধী সব রাজনৈতিক দলের মতামত প্রতিফলিত হতে হবে মন্তব্য করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, সার্চ কমিটি বিদ্যমান আইনে নতুন ইসি গঠন করতে যাচ্ছে। আমরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে থাকা সব রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি৷ নতুন ইসিতে আমাদের সবার মতামত প্রতিফলিত হবে বলে বিশ্বাস করি।

এনডিএম মহাসচিব মোমিনুল আমিনের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক জাবেদুর রহমান জনির সঞ্চালনায় অনুষ্ঠিত এনডিএম ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের আহবায়ক কমিটি গঠনের প্রস্তুতিমূলক এই কর্মীসভায় ববি হাজ্জাজ বলেন, হাসান মাহমুদ ছিলেন স্বৈরাচারী হাসিনার গোয়েবলস। সত্যকে মিথ্যা, রাতকে দিন বানিয়ে তিনি প্রচার করতেন। তার বিএনপির সাথে কাজ করার আগ্রহ ইবলিশের ধোঁকার মত। পতিত স্বৈরাচারের অন্যতম দোসর পলাতক হাসান মাহমুদের বক্তব্য প্রচার করে গণমাধ্যম ভুল করেছে। 

তি‌নি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফল যাইহোক, সেটা আমাদের মাথাব্যথা না। বিশ্বের গণতান্ত্রিক সব শক্তির কাছেই হাসিনার আমল ছিলো অন্ধকার যুগ।

সংস্কার কার্যক্রম নিয়ে মন্তব্য করে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেন, বর্তমান সরকার সংবিধান সংস্কারে কোনও হঠকারিতা করবে না আমরা মনে করি। তবে যেই সংবিধান হাসিনার মত দানবীয় ফ্যাসিস্ট শক্তি তৈরি করে আমরা নির্বাচিত সংসদের মাধ্যমে সেই সংবিধানে আদর্শিক এবং কাঠামোগত সংস্কার করতে চাই।

কর্মীসভায় এনডিএম-এ যোগদান করেন এলডিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক লস্কর হারুন-অর-রশিদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব সৈয়দ জাহাঙ্গীর আলম, নির্বাহী সদস্য অ্যাডভোকেট নুর উল্লাহ, প্রিন্স চৌধুরী, মহানগর নেতা আসিফ ইকবাল তামিম, মিয়া তানভির শহিদ, যুব নেতা আদনান সানি, ছাত্র নেতা মাসুদ রানা জুয়েলসহ কেন্দ্রীয় ও মহানগরের নেতৃবৃন্দ।

নঈমুদ্দীন/এনএইচ


সর্বশেষ

পাঠকপ্রিয়