জাতীয় নাগরিক পার্টিকে স্বাগত জানাল ইসলামী আন্দোলন বাংলাদেশ
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর লোগো
জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক অভিনন্দন বার্তায় দলটির মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, “গণতান্ত্রিক রাজনীতিতে বহুদলীয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশে বহুদলীয় রাজনীতির বদলে দুই দলীয় ব্যবস্থা গড়ে উঠেছে যাতে সামগ্রিক রাজনীতি নানা সমস্যায় নিপতিত হয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ এই সমস্যার একটা বিকল্প সমাধান হবে ইনশাআল্লাহ।”
তিনি বলেন, “রাজনীতি একটি কঠিন বিষয় একই সাথে গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিকের চরিত্র, বোধ-বিশ্বাস ও বোঝাপড়া একটি দেশের সামগ্রিক ভবিষ্যতকে প্রভাবিতক করে। একজন মেধাবী ও সৎ রাজনৈতিক একটি দেশের কল্যাণ নিশ্চিত করতে পারে যার নজির আমরা মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ নানা দেশে দেখেছি। আবার একজন অসৎ রাজনীতিবিদ একটা দেশকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে তার প্রতিফলন তো আমরা ভোগ করছি।”
“এই বাস্তবতায় তরুণ প্রজন্মের এই রাজনৈতিক সংগঠন জাতিকে আশান্বিত করছে। আমরা জাতীয় নাগরিক পার্টিকে রাজনীতিতে স্বাগতম জানাচ্ছি”।
ঢাকা/নঈমুদ্দীন/সাইফ