ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইসলামী ফ্রন্টের বি‌ক্ষোভ

‘ইসরায়েলের পণ্য বর্জনের জিহাদ শুরু করতে হবে’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:২৫, ১১ এপ্রিল ২০২৫  
‘ইসরায়েলের পণ্য বর্জনের জিহাদ শুরু করতে হবে’

স্বাধীন ফিলিস্তিনের স্বীকৃ‌তি দা‌বি ক‌রে গাজায় গণহত‌্যা ব‌ন্ধে ইসরায়েলের পণ্য বর্জনের মাধ‌্যমে জিহাদ শুরু করার আহ্বান জা‌নি‌য়ে‌ছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতারা।

গাজায় গণহত‌্যার প্রতিবা‌দে শুক্রবার (১১ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের সামনে আ‌য়ো‌জিত বি‌ক্ষোভ সমা‌বে‌শে তারা এ আহ্বান জানান।

আরো পড়ুন:

ইসলামী ফ্রন্ট ঢাকা মহানগর আ‌য়ো‌জিত, সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল হাকিমের সঞ্চালনায় সমা‌বে‌শে প্রধান অতিথি ছি‌লেন কেন্দ্রীয় আইন সচিব অ্যাডভোকেট ইকবাল হাছান।

তি‌নি বলেন, “এই বর্বরতা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ট উদহারণ। ফিলিস্তিনের গাজার মুসলমানদের ওপর ইহুদিদের পরিকল্পিত বর্বরোচিত হামলায় নারী-শিশুসহ মুসলিম নিধন করছে। ইহুদিরা ফিলিস্তিনকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখনও মুস‌লিম বিশ্ব নীরব। নীরব জা‌তিসংঘসহ সব আন্তর্জা‌তিক সংস্থা।”

তি‌নি ব‌লেন, “ইসরায়েলিদের বিরু‌দ্ধে আমা‌দের সর্বাত্মক প্রতি‌রোধ গ‌ড়ে তুল‌তে হ‌বে। অন্তত পণ‌্য বর্জনের মাধ‌্যমে জিহাদ শুরু কর‌তে হ‌বে।”

এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী যুবসেনার সিনিয়র সহসভাপতি ক্যানসার গবেষক অধ্যক্ষ ডাক্তার এম সরওয়ার।

এ সময় বক্তব্য রাখেন ঢাকা মহানগর ইসলামী ফ্রন্ট নেতা কাজী শাহেদ আলম চৌধুরী, কাজী মোহাম্মদ তৈয়ব আলী, অ্যাডভোকেট লিংকন, বুলবুল আহমদ মোমেনশাহীসহ যুবসেনা ও ছাত্রসেনা নেতারা।

সমা‌বেশ শে‌ষে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের ক‌রেন। মিছিলে ‘লাখো শহীদের রক্তের ঋণ’, ‘ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘ফিলিস্তিনে হামলা কেন? জবাব চাই দিতে হবে,’ ‘বিশ্ব মুসলিম এক হও, ফিলিস্তিন রক্ষা করো’ স্লোগানে স্লোগানে ঢাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রকম্পিত হয়ে উঠে।

এ সময় নেতারা ইসরায়েলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি তুলেন। বিক্ষোভকারীরা গাজাবাসীর নিরাপত্তা, আল আকসা পুনরুদ্ধার, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হয়ে জিহাদের আহ্বান জানান।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়