ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন: জামায়াত

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৩, ১৫ মে ২০২৫  
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ন্যায়সঙ্গত দাবি মেনে নিন: জামায়াত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

বৃহস্প‌তিবার (১৫ মে) এক বিবৃ‌তি‌তে তি‌নি ব‌লেন, “আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা তাদের আবাসন সংকটসহ কিছু দাবি নিয়ে গত কয়েক দিন ধরে আন্দোলন করছে।তাদের আন্দোলনের ফলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ ব্যাহত হচ্ছে এবং ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে। শিক্ষাঙ্গণে এ ধরনের অশান্ত অবস্থা কারো কাম্য নয়।”

আরো পড়ুন:

তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকরা দীর্ঘদিন ধরে আবাসন সংকটসহ নানা সমস্যায় ভুগছেন। অতীতের কোনো সরকারই তাদের এসব সমস্যা সমাধান করেনি। ফলে ছাত্র-শিক্ষকরা তাদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের জন্য আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন। অবিলম্বে ছাত্র-শিক্ষকদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের ন্যায্য দাবিসমূহের ন্যায়সঙ্গত সমাধান খুঁজে বের করা সরকারের দায়িত্ব।”

ছাত্র-শিক্ষকদের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার জন্য সরকারের নিকট জোর দা‌বি জানান জামায়া‌তের এই ভারপ্রাপ্ত সে‌ক্রেটা‌রি।

ঢাকা/নঈমুদ্দীন/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়