ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি: মির্জা ফখরুল 

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৮:৪৭, ১৬ অক্টোবর ২০২৫
ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি: মির্জা ফখরুল 

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর স্টেডিয়ামে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আওয়ামী লীগের শাসনামলকে অন্ধকার সময় আখ্যা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “আমরা ঘোর অন্ধকার থেকে আলোতে এসেছি। প্রায় ১৫ বছর ফ্যাসিস্ট শাসনামলের পরে ছাত্র অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা মুক্ত হয়েছি।”

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে ঠাকুরগাঁওয়ের হরিপুর স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় উপস্থিত হয়ে তিনি এ মন্তব্য করেন।

আরো পড়ুন:

মির্জা ফখরুল বলেন, “অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের ঘোষণা দিয়েছে। আমরা প্রত্যাশা করি, বাংলাদেশের জাতীয়তাবাদী মানুষ— হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান এক হয়ে ভোট দিয়ে ধানের শীষকে জয়যুক্ত করবে। আমরা গণতন্ত্রকে আরো মসৃণ করতে চাই।”

ঢাকা/হিমেল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়