গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা প্রয়োজন: সালাহউদ্দিন
বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।
তিনি বলেছেন, “প্রকৌশলীরা কেবল অবকাঠামো নির্মাতা নন, বরং তারা একটি জাতির টেকসই উন্নয়ন ও গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্মাণের অন্যতম চালিকাশক্তি।
রবিবার (১৯ অক্টোবর) রাজধানীতে আয়োজিত এক সেমিনারে সালাহউদ্দিন আহমেদ এসব কথা বলেন।
তিনি বলেন, “গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশের ভিত্তি গড়ে তুলতে প্রকৌশলীদের শুধু প্রযুক্তিগত দক্ষতা নয়, সামাজিক দায়বদ্ধতাও থাকতে হবে। সরকার পরিচালনায় নীতি নির্ধারণ পর্যায়েও তাদের মতামত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
‘গণতান্ত্রিক উন্নত বাংলাদেশ বিনির্মাণে প্রকৌশলীদের ভূমিকা’ শীর্ষক এই আলোচনাসভাটি আয়োজন করে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট প্রকৌশলী এএনএইচ আক্তার হোসেন। তিনি বলেন, “প্রযুক্তি ও গণতন্ত্রের সমন্বয় ছাড়া কোনো উন্নয়নই টেকসই হতে পারে না। প্রকৌশলীরা আজ শুধু সেতু বা ভবন নির্মাণ করছেন না, বরং তারা আগামী বাংলাদেশের নকশাও তৈরি করছেন।”
সভাপতিত্ব করেন অ্যাব-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। তিনি বলেন, “বর্তমান প্রজন্মের প্রকৌশলীদের মধ্যে সামাজিক সচেতনতা ও নেতৃত্বের গুণ বিকাশে আমরা কাজ করে যাচ্ছি। গণতন্ত্র, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে একটি আধুনিক বাংলাদেশ গঠনে প্রকৌশলীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।”
সভায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা তাদের আলোচনায় দক্ষ মানবসম্পদ উন্নয়ন, অবকাঠামো খাতে দুর্নীতিমুক্ত কার্যক্রম, পরিবেশবান্ধব উন্নয়ন এবং প্রকৌশল শিক্ষার আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেন।
শেষে একটি খোলা আলোচনার মাধ্যমে উপস্থিত বাপাবিপ্রস- ডিপিডিসি ইউনিটের চেয়ারম্যান আনিছুর রহমানসহ প্রকৌশলীরা নানা প্রস্তাব ও মতামত তুলে ধরেন।
ঢাকা/নঈমুদ্দীন/মেহেদী