ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঐক্যবদ্ধ থাকার বার্তা, বিশৃঙ্খলা কর‌লে ব্যবস্থা 

সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে মির্জা ফখরুলের বৈঠক

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১০, ২০ অক্টোবর ২০২৫   আপডেট: ১১:৫১, ২০ অক্টোবর ২০২৫
সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে মির্জা ফখরুলের বৈঠক

ফাইল ফটো

আসন্ন জাতীয় সংসদ নির্বাচ‌নে সিলেট বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের নিয়ে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দল যা‌কেই ম‌নোনয়ন দে‌বে, তার প‌ক্ষেই সবাই‌কে কাজ কর‌তে হ‌বে, কো‌নো ধর‌ণের কোন্দল করা যা‌বে না। ধা‌নের শী‌ষের বিজয় ছি‌নি‌য়ে আন‌তে কাঁধে কাঁধ ‌মি‌লি‌য়ে কাজ কর‌তে নির্দেশনা দেওয়া হয়েছে।

র‌বিবার (১৯ অক্টোবর) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিলেট বিভাগের চার জেলার ১৯টি সংসদীয় আসনে বিএনপির প্রায় ৮০ জন মনোনয়নপ্রত্যাশী উপস্থিত ছিলেন।

আরো পড়ুন:

সূত্র জানায়, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ম‌নোনয়নপ্রত্যাশী‌দের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কিছু বার্তা জানিয়ে দেন।  তিনি বলেছেন, একাধিক জরিপের মাধ্যমে দল সবচেয়ে জনপ্রিয় প্রার্থীকেই বাছাই করবে। সর্বাধিক গ্রহণযোগ্য নেতাকেই দল মনোনয়ন দেবে। কেউ যদি দলকে ক্ষতিগ্রস্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। মোট কথা, সবাইকে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী সাংবা‌দিক‌দের জানান, একক কোনো প্রার্থীকে দল এখনো চূড়ান্ত করেনি। মনোনয়নপ্রত্যাশীদের ডেকে মহাসচিব এ বার্তাই দিয়েছেন, ধানের শীষের মনোনয়ন যে-ই পান, সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে। কোনো ধরনের বিভেদ করা যাবে না।

বৈঠকের আ‌লোচ্য সূ‌চি তু‌লে ধ‌রে নাম প্রকা‌শে অ‌নিচ্ছুক মনোনয়নপ্রত্যাশীরা জানান, মহাসচিব প্রথমে সুনামগঞ্জ জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে কথা বলেন। পর্যায়ক্রমে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করেন তিনি। বৈঠকে মহাসচিব সবাইকে বেশ কিছু নির্দেশনা দেন। দল যাকে প্রার্থী করবে, তার বিজয় নিশ্চিতে সবাইকে কাজ করার নির্দেশনা দেন তিনি।

বৈঠকে মনোনয়নপ্রত্যাশীদের অনেকে নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড মহাসচিবের কাছে উপস্থাপন করেন। এ সময় মহাসচিব সবার বক্তব্য মন দিয়ে শোনেন। তবে, দেশের বাইরে থাকায় মহাসচিবের বৈঠকে ডাক পাওয়া সত্ত্বেও সিলেট-১ (নগর ও সদর) আসনের মনোনয়নপ্রত্যাশী খন্দকার আবদুল মুক্তাদির এবং সুনামগঞ্জ-২ (দিরাই ও শাল্লা) আসনের মনোনয়নপ্রত্যাশী নাছির উদ্দিন চৌধুরী উপস্থিত থাকতে পারেননি।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরীকে বৈঠকে ডাকা হয়েছিল সিলেট-৪ (গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর) আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে। তবে তিনি বৈঠকে নিজের বক্তব্য উপস্থাপনের সময় মহাসচিবকে জানান, তিনি সিলেট-১ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী, সিলেট-৪-এ নন।

বৈঠক শেষে সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী সাংবা‌দিক‌দের জানান, সিলেট-৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ) আসনের মনোনয়নপ্রত্যাশী হিসেবে তিনি বৈঠকে ডাক পেয়েছিলেন। মহাসচিব সব মনোনয়নপ্রত্যাশীকে ধানের শীষের পক্ষে প্রচার-প্রচারণা চালানোর নির্দেশনা দিয়েছেন। যথাসময়ে দল যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দেবে বলে মহাসচিব জানিয়েছেন।

সিলেট বিভাগের প্রার্থী নির্ধারণ ও যাচাই-বাছাইয়ের দায়িত্ব পেয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মূলত সব মনোনয়নপ্রত্যাশীকে ডেকে কথা বলার জন্যই বৈঠক ডাকা হয়।

সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের ১৯টি সংসদীয় আসনেই বিএনপির একাধিক নেতা মনোনয়নপ্রত্যাশী রয়েছেন। তারা তৃণমূলে নিজেদের শক্তি জানান দিতে নানা ধরনের কর্মসূচি পালন করছেন।

ঢাকা/নঈমুদ্দীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়