ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রধান উপদেষ্টার ভাষণে গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে: সাইফুল

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৯, ১৩ নভেম্বর ২০২৫   আপডেট: ২২:০০, ১৩ নভেম্বর ২০২৫
প্রধান উপদেষ্টার ভাষণে গুরুতর সাংবিধানিক প্রশ্নের জন্ম দিয়েছে: সাইফুল

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার প্রদত্ত আদেশ সম্পর্কে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, “অন্তর্বর্তী সরকার প্রধান প্রদত্ত নীতি-নির্ধারণী ভাষণে বিদ্যমান সংকট উত্তরণের প্রচেষ্টা থাকলেও এই আদেশকে কেন্দ্র করে নানা সাংবিধানিক প্রশ্ন উত্থাপিত হয়েছে।”

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

বিবৃতিতে সাইফুল হক আরো বলেন, “আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের পদক্ষেপকে স্বাগত জানালেও অন্তর্বর্তী সরকার সংবিধান সংশোধন নিয়ে কোনো সাংবাদিক আদেশ দিতে পারে কিনা-এটা নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে। বস্তুত রাষ্ট্রপতির নামে এই ধরনের আদেশ অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট ও ইখতিয়ারের বাইরে।”

“যে চারটি ভাগে ভাগ করে গণভোটের বিষয়াবলী উল্লেখ করা হয়েছে, কেবল একটি উত্তরে হাঁ বা না বলা যথেষ্ট জটিল প্রক্রিয়া। এভাবে গণভোটের আসল উদ্দেশ্য অর্জন করা যাবে কিনা-তা নিয়ে সন্দেহ রয়েছে।”

সাইফুল হক উল্লেখ করেন, “জাতীয় ঐকমত্য কমিশনের ধারাবাহিক বৈঠকের পর যেভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে, জুলাই সনদ সংক্রান্ত আদেশে তার প্রতিফলন ঘটেনি। এটা আবার নতুন সংকট তৈরি করেছে।”

ঢাকা/আসাদ/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়