ঢাকা     বৃহস্পতিবার   ২৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১২, ২৫ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:১৪, ২৫ ডিসেম্বর ২০২৫
সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান

দেশে ফিরে সবার প্রতি কৃতজ্ঞতা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে ফেসবুকে ৪টি ছবি শেয়ার করে কৃতজ্ঞতা জানান তিনি। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পূর্বাচলে ৩০০ ফুটে গণসংবর্ধনাস্থলের দিকে যাচ্ছেন তারেক রহমান। সেখানে তাকে এক নজর দেখতে লাখ লাখ কর্মী সমর্থক অপেক্ষা করছেন। 

বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে ১২টা ৩৬ মিনিটে সংবর্ধনা অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নিজের জন্য বুলেট প্রুফ গাড়ি থাকলেও সেটাতে না উঠে তিনি বাসে ওঠেন এবং সামনের দিকে অবস্থান নেন। সেখান থেকে হাত নেড়ে তিনি নেতাকর্মীদের শুভেচ্ছা জানান। তাদের সালাম দেন।   

১৭ বছরের নির্বাসিত জীবন কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন তারেক রহমান। তাদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটটি যুক্তরাজ্যের লন্ডন থেকে সিলেটে এসে পৌঁছায় সকাল ৯টা ৫৬ মিনিটে। সেখানে যাত্রাবিরতি শেষে ফ্লাইটটি বেলা ১১টা ৩৯ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। তারেক রহমানের সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান।

তারেক রহমানকে বহন করা লাল-সবুজ বাসকে ঘিরে কঠোর নিরাপত্তা দেওয়া হচ্ছে। সেনা, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি সামনে-পেছনে রয়েছে। দুই পাশে হেঁটে নিরাপত্তা বাহিনীর সদস্যরা চলছেন।

ঢাকা/ইভা   

সর্বশেষ

পাঠকপ্রিয়