ঢাকা     রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মত প্রকাশের অভিযোগে গ্রেপ্তার ঠিক হয়নি: বিএনপি

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪৭, ২৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ০৯:৫০, ২৮ ডিসেম্বর ২০২৫
মত প্রকাশের অভিযোগে গ্রেপ্তার ঠিক হয়নি: বিএনপি

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে এ কে এম শহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানোকে অনুচিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র মরহুম শহীদ ওসমান হাদি এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেন। এসময় তারেক রহমানকে নিয়ে কটুক্তির অভিযোগে পুলিশ এ কে এম শহিদুল ইসলামকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ বিষয়ে বিএনপি মনে করে, একটি গণতান্ত্রিক দেশে প্রতিটি নাগরিকের মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। দলটি দাবি করে, গণতন্ত্র ও মানুষের বাকস্বাধীনতা প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে আসছে।

বিএনপির বক্তব্যে আরো বলা হয়, মত প্রকাশের স্বাধীনতা একটি মৌলিক মানবাধিকার ও নাগরিক অধিকার, যা একজন ব্যক্তিকে নির্ভয়ে নিজের চিন্তা, মতামত ও বিশ্বাস প্রকাশের সুযোগ দেয়। সেই দৃষ্টিকোণ থেকে শুধুমাত্র নিজের মত প্রকাশের কারণে এ কে এম শহিদুল ইসলামকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো সমর্থনযোগ্য নয়।

এ কারণে অবিলম্বে এ কে এম শহিদুল ইসলামকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানায় বিএনপি। একই সঙ্গে মানুষের গণতান্ত্রিক অধিকার ও বাকস্বাধীনতার প্রতি সম্মান প্রদর্শনের অনুরোধ জানিয়েছে দলটি।

ঢাকা/আলী/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়